ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুন্দরবনে আগুন

মেম্বারের মুক্তির দাবিতে থানা ঘেরাও

প্রকাশিত: ০৩:৫৫, ৪ মে ২০১৬

মেম্বারের মুক্তির দাবিতে থানা ঘেরাও

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনে আগুন লাগার ঘটনায় রায়েন্দা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য ও রায়েন্দা ইউনিয়নের শ্রমিক লীগের আহ্বায়ক জাকির হোসেনকে আটকের ঘটনায় ফুঁসে উঠেছে সেখানকার মানুষ। এ ঘটনার প্রতিবাদে এবং আটক সদস্যের মুক্তির দাবিতে দুপুরে শরণখোলা থানার সামনে শত শত নারী জড়ো হয়ে বিক্ষোভ করে জাকিরের মুক্তির দাবিতে সেøাগান দেন। প্রসঙ্গত, শরণখোলা থানা পুলিশ রবিবার রাতে উত্তর রাজাপুর থেকে জাকির মেম্বারকে ২৭ এপ্রিল সুন্দরবনে আগুন দেয়ার অভিযোগে সন্দেহজনক আটক করে। আটক জাকির শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকার আবুল হোসেন খানের ছেলে। এ নিয়ে সুন্দরবনে আগুন দেয়ার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ছয়জনকে আটক করল। তবে এদের মধ্যে কেউই বনবিভাগের দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি নয়। শরণখোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম মিয়া জানান, সুন্দরবনে আগুন লাগানোর ঘটনায় জড়িত অভিযোগে ইউপি সদস্য জাকির হোসেনকে আটক করা হয়। যশোরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচী শুরু শীর্যস্থানীয় মোবাইল ফিন্যান্সসিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সহায়তায় যশোরের সেক্রেড হার্ট হাই স্কুলে শুরু হলো বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ হাসান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃহস্পতিবার বই তুলে দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় বিকাশের হেড অব কর্পোরেট এ্যাফেয়ার্স সাবের শরিফ, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মোঃ মাসুদ এবং সেক্রেড হার্ট হাই স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার লুচি উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি। ৬৯ কোটি টাকার পণ্য জব্দ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৬৯ কোটি ১৭ লাখ ৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মাদকের মধ্যে রয়েছে ১০ লাখ ৮৭ হাজার ৭০৭ ইয়াবা ট্যাবলেট, ১৭ হাজার ৯১৭ বোতল ফেনসিডিল, ১ হাজার ২১০ কেজি গাঁজা, ২৩ হাজার লাখ ৯১৯ বোতল বিদেশী মদ, ১ কেজি ২০০ গ্রাম হেরোইন, ২ লাখ ৩৭ হাজার ৭৮৭ পিস বিভিন্ন প্রকারের উত্তেজক ট্যাবলেট, ৩,৮৯৭টি নেশাজাতীয় ইনজেকশন এবং ১০ লাখ ১৭৪ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেট। এছাড়া আটককৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৯ হাজার ৪১৪ শাড়ি, ৩ হাজার ৮১ থ্রিপিস/শার্ট পিস, ৫১ হাজার ৫৭৭ মিটার থান কাপড়, ৩ হাজার ৩৪২ সিএফটি কাঠ এবং ২ কেজি ৪২ গ্রাম স্বর্ণ। এপ্রিল মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ১টি এয়ার গান, ৩০ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন।-বিজ্ঞপ্তি।
×