ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধান কাটার যন্ত্র আবিষ্কার করলেন ছাত্র মুন্না

প্রকাশিত: ০৩:৫২, ৪ মে ২০১৬

ধান কাটার যন্ত্র আবিষ্কার করলেন ছাত্র মুন্না

জাহেদুল আনোয়ার চৌধুরী, সীতাকু- ॥ কম খরচের ব্যাটারি চালিত মোটর বাইক আবিষ্কার করে সারাদেশে আলোচনার ঝড় তুলেছিল সীতাকু-ের ক্ষুদে বিজ্ঞানী মুন্না। এবার কৃষকের ধান কাটার মেশিন আবিষ্কারের মাধ্যমে দ্বিতীয় বারের মতো আলোচনার ঝড় তুলতে যাচ্ছে এ ক্ষুদে বিজ্ঞানী মুন্না। অল্প খরচে ধান কাটা মেশিনটি দেশের কৃষিতে বয়ে আনবে নতুন বিপ্লব। কৃষকরা তাদের জমির ধান কাটার জন্য অধিক শ্রমিক দিয়ে অধিক টাকা না লাগিয়ে কম খরচে ধান কেটে বাড়ি আনতে পারবে। গবেষণা ধর্মী এ যন্ত্রটি নিজস্ব কারিগরি সহায়তায় তৈরি করা হয়েছে দীর্ঘ সময় ধরে। নতুন ধরনের ধান কাটার মেশিন দেখে জনতার মুখে ফুটেছে হাসি। মুন্না বর্ণনা করেন তার নতুন আবিষ্কৃৃত যন্ত্রের কথা। মুন্না বলেন, ‘আমি সংসারে মধ্যবিত্ত ঘরের সন্তান, মাছ চাষের মাধ্যমে অতি কষ্টে সংসারের ভরণ-পোষণ চালান বাবা। বড় ছেলে চিটাগাং টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ (সিটিসি) অধ্যয়ন করছি। পড়া-লেখার পাশাপাশি সব সময় মাথায় কাজ করে গরিব দেশের মানুষদের জন্য কিছু করার। এরপর থেকে অল্প আয়ের মানুষদের জন্য আবিষ্কার করছি নতুন নতুন যন্ত্র। স্কুল জীবনে গবেষণার মাধ্যমে অল্প বিদ্যুত খরচের মসলা ভাঙ্গার যন্ত্র তৈরি এরপর ব্যাটারিচালিত একটি অটো বাইক আবিষ্কার করি। বাইকটি পরীক্ষামূলক চালানোর সময় চোখে পড়ে নানা মহলে। নতুন যন্ত্রের আবিষ্কারক হিসেবে সরকারীভাবে অনুদান পায়। তারপর থেকে শুরু হয় নতুন গবেষণার মাধ্যমে আবিষ্কারে এবং সক্ষম হয়ে উঠি ধান কাটার নতুন এ যন্ত্র আবিষ্কারে। এ যন্ত্রের সাহায্যে ঘণ্টায় এক একর জমির ধান কাটা যাবে। এ মেশিন দিয়ে প্রতি শতক ধান কাটতে ১ টাকা ৫০ পয়সা খরচ হবে।
×