ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার উৎখাত করতে চেয়েছিল সিঙ্গাপুরে আটক ৮ বাংলাদেশি

প্রকাশিত: ০০:০০, ৩ মে ২০১৬

সরকার উৎখাত করতে চেয়েছিল সিঙ্গাপুরে আটক ৮ বাংলাদেশি

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার উৎখাতের পরিকল্পনা করে সিঙ্গাপুরে আটক ৮ বাংলাদেশী। সেই সাথে দেশে ফিরে গুপ্তহত্যা ও সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল এমন তথ্য জানিয়েছে দেশটির সরকার। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে গত মাসে তাদের আটক করার কথা জানায়। আটককৃতরা হলেন, মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯), সোহাগ ইব্রাহীম (২৭), রুবেল মিয়া (২৬), দৌলতুজ্জামান (৩৪), শরিফুল ইসলাম (২৭), হাজি নুরুল ইসলাম সওদাগর ওরফে জাবেদ (৩০) ও ইসমাইল হাওলাদার সোহেল (২৯)। এদের মধ্যে মিজানুর নেতৃত্বে সিঙ্গাপুরে গত মার্চে ‘ইসলামিক স্টেট ইন বাংলাদেশ (আইএসবি)’ নামে গোপন সংগঠন তৈরি করেন, আটকরা সবাই যেটির সদস্য বলে বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, মিজানুর কাছে বাংলাদেশের সরকার ও সামরিক কর্মকর্তাদের একটি তালিকা পাওয়া গেছে, যাদের উপর হামলার পরিকল্পনা ছিল। সিঙ্গাপুর স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলছে, আটক জঙ্গিদের কার্যকলাপের বিরুদ্ধে সিঙ্গাপুরে তদন্ত করা হচ্ছে।
×