ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গত তিন বছরে বাংলাদেশে ৩৭টি জঙ্গি হামলা

প্রকাশিত: ২০:৫২, ৩ মে ২০১৬

গত তিন বছরে বাংলাদেশে ৩৭টি জঙ্গি হামলা

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক জানিয়েছেন ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে ৩৭টি জঙ্গি হামলা হয়েছে। এর মধ্যে ৩৪টি ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে বলে তিনি দাবী করেন। এসব ঘটনায় ১৪৪জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ প্রধান উল্লেখ করেন। ঢাকায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান আরো দাবী করেন যে আটককৃতদের মধ্যে ৪৯জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাংলাদেশে সম্প্রতি একের পর এক জঙ্গি হামলার প্রেক্ষাপটে অপরাধীদের ধরতে না পারায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পুলিশ বাহিনী। পুলিশের সামর্থ্য এবং আন্তরিকতাও নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। এমন প্রেক্ষাপটে পুলিশ প্রধান দাবী করেন, যতগুলো জঙ্গি হামলা হয়েছে পুলিশ সবগুলোর ‘রহস্য’ উদঘাটন করতে পেরেছে। মি: হক বলেন, “ রহস্য বলতে আসামী গ্রেফতার, ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্তকরণ, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ।” পুলিশ প্রধান বলেন জঙ্গিদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারছেনা এটি ঠিক নয়। পুলিশ প্রধান জানান, “ জঙ্গি দমনে বাংলাদেশের পুলিশ বিশ্বের অনেক দেশের কাছে রোল মডেল হিসেবে পরিচিত।” পুলিশ প্রধান সফলতার দাবী করলেও বিশ্লেষকদের অনেকেই মনে করেন ভিন্ন কথা। ২০১৫ সাল থেকে অধিকাংশ ঘটনার ক্ষেত্রেই পুলিশ ‘প্রকৃত অপরাধীদের’ গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে লেখক ও ব্লগার অভিজিৎ রায় , অনন্ত বিজয় দাস, নিলয় নীলের ‘প্রকৃত হত্যাকারীদের’ গ্রেফতার করা সম্ভব হয়নি বলে পরিবারগুলোর দিক থেকে অভিযোগ রয়েছে। সূত্র : বিবিসি বাংলা
×