ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুপ্রিমকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ১৯:২৮, ৩ মে ২০১৬

সুপ্রিমকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার

অনলাইন রিপোর্টার॥ মানবতাবিরোধী অপরাধ মামলায় কিশোরগঞ্জের অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদসহ ৫ জনের রায়কে কেন্দ্র করে সুপ্রিমকোর্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকেই সুপ্রিমকোর্টের গেটগুলোতে নিরাপত্তা লক্ষ্য করা হয়। দিনের যে কোনো সময় যুদ্ধাপরাধ মামলায় অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদসহ ৫ জনের রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এদিকে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর করা আবেদনটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের কার্যতালিকায় এসেছে। আবেদনটি মঙ্গলবারের (০৩ মে) কার্যতালিকায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃতাধীন আপিল বিভাগের এক নম্বর বেঞ্চের ৪ নম্বর ক্রমিকে শুনানির জন্য রাখা হয়েছে।
×