ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ৬৩০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১৯:১২, ৩ মে ২০১৬

ঝিনাইদহে ৬৩০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব সংবাদদতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে পিকআপ ভর্তি ৬৩০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ মঙ্গলবার ভোরে ঝিনাইদহ সদর উপজেলার আমতলা নামক স্থান থেকে র‌্যাব তাদেরকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, যশোর বেনাপোলের কাগমারী গ্রামের দুলহাস মন্ডলের ছেলে ইয়ামিন আলী (২২) ও একই এলাকার ফজলুর রহমানের দুই ছেলে আজগর আলী (২৪) ও আরমান আলী (২৬)। তারা বেনাপোল থেকে একটি পিকআপে ফেনসিডিল ভর্তি করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মনির আহমেদ জানান, ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একদল ফেনসিডিল ব্যবসায়ী বেনাপোল থেকে একটি পিকআপ ভ্যান ফেনসিডিল ভর্তি করে ঢাকায় নিয়ে যাচ্ছে। খবর পেয়ে র‌্যাবের একটি বিশেষ দল ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের আমতলা নামকস্থানে স্থানে পৌঁছিলে তাদেরকে আটক করে এবং ওই পিকআপ থেকে ৬৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। র‌্যাব হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে ঝিনাইদহ থানা পুলিশে সোপর্দ্দ করা হবে।
×