ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিলকুশায় দুই নির্মাণ শ্রমিককে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৯:১৬, ৩ মে ২০১৬

দিলকুশায় দুই নির্মাণ শ্রমিককে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ মে দিবসের ছুটির মধ্যেই রাজধানীর মতিঝিলের দিলকুশায় একটি ব্যাংকের বাণিজ্য শাখার চতুর্থ তলার ছাদে দুই নির্মাণ শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। একজনকে ছাদ থেকে ফেলে দেয়া হয়েছে। এ ঘটনার পুলিশ দুই শ্রমিককে আটক করেছে। এদিকে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ট্রাফিক পুলিশসহ চারজন নিহত হয়েছে। এছাড়া কমলাপুর রেল স্টেশনে ইয়াবাসহ এক ট্রেন যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, মে দিবসের ছুটির দিনে রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের বাণিজ্যিক শাখার চতুর্থ তলার ছাদ থেকে পড়ে শ্রমিক আব্দুল হালিমের (৩০) মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ওই ভবনের নিচ থেকে আব্দুল হালিমের লাশ উদ্ধার করে। আর ওই ভবনের চর্তুথ তলার ছাদ থেকে স্বপন শেখ (১৮) নামে অপর শ্রমিককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ভবনের বিপরীত দিকে ভারতীয় স্টেট ব্যাংকের নিরাপত্তাকর্মী খায়রুল জানান, মে দিবসের ছুটির দিন বিকেল সাড়ে ৩টার দিকে আমরা এখানে ডিউটি করছিলাম। কি যেন একটা শব্দ পেয়ে দেখি একজন ছাদ থেকে নিচে রাস্তায় পড়েছে। তিনি জানান, এটি দেখার পর ওই ভবনে তাকিয়ে দেখি, দুই লোক আরেকজনকে হাত-পা ধরে ভবনের ওপর থেকে ফেলে দিতে চাইছে। কিন্তু আমরা ততক্ষণে দেখে ফেলায় তাকে না ফেলে ওপরে নিয়ে যায়। নিরাপত্তকর্মী খায়রুল আরও জানান, ছাদের ওপর থেকে ফেলে দেয়া নিচে পড়ে থাকা অবস্থায় অচেতন শ্রমিক আব্দুল হালিমকে দেখে মনে হয়েছিল, তিনি ভাত খাওয়া অবস্থায় ছিলেন। তার হাতে ভাত লেগে ছিল। তিনি জানান, অনেকদিন ধরেই ভবনের ছাদে নির্মাণ কাজ চলছে। শ্রমিকরা সেখানেই থাকেন। প্রত্যক্ষদর্শী নিরাপত্তাকর্মী খায়রুল জানান, ছাদের উপরে কোন কাজ চলতে দেখা যায়নি। ঘটনার পর ভবনের ভেতর থেকে দুজন বের হলে গণধোলাই দিয়ে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আটক দুজনই উপর থেকে দ্বিতীয় আরেকজন স্বপন শেখকে ফেলে দেয়ার চেষ্টা করছিল। এজন্য ওই ভবন থেকে দু’জন নামার পর তাদের জনতা ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। এ ব্যাপারে মতিঝিল থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যাংক ভবনের সামনের রাস্তা থেকে একজন ও ভবনের ছাদ থেকে আরেকজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে পাঠানো হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। তিনি জানান, শ্রমিকদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের জেরে দুজনকে ব্যাংক ভবনের চারতলা ছাদেই খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুন করে আত্মহত্যা বলে সাজানোর চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা। এমনকি ওপরে কাজ করা অবস্থায় পড়ে যাওয়ার নাটক সাজাতেই একজনকে ফেলে দেয়া হয়েছে। আরেকজনকে ফেলে দেয়ার সময় লোকজন দেখে ফেললে আর নিচে ফেলেনি। ওসি তদন্ত আব্দুর বাশার জানান, শ্রমিকদের মধ্যে ২ জনকে আটক করা হয়েছে। তাদের একজনের নাম শিপন। তাদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। ঘটনার পর তাদের ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, নিহত শ্রমিক আব্দুল হালিমের বাবার নাম ফজলু মিয়া। গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর গ্রামে। তিনি রাজধানীর দক্ষিণ কমলাপুর কালভার্ট রোডে থাকতেন। নিহত আব্দুল হালিমের বাবা ফজলু মিয়া জানান, তার ছেলে ভ্যানচালক। নির্মাণাধীন ওই ভবনের জন্য এ্যাঙ্গেল নিয়ে গিয়েছিল। এদিকে অপর নিহত শ্রমিক স্বপন শেখের বাবার নাম হামিদুল শেখ। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা গ্রামে। পেশায় নির্মাণ শ্রমিক স্বপন নির্মাণাধীন ওই ভবনে থাকতেন বলে জানান এসআই সালাউদ্দিন। সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু ॥ রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরায় সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশে দুই সদস্য নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরের দিকে যাত্রাবাড়ী এলাকায় ট্রাকচাপায় দেলোয়ার হোসেন (৪০) নামে ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ট্রাফিক পুলিশের ডেমরা বিভাগে কর্মরত ছিলেন। এদিকে মে দিবসের ছুটির দিন রবিবার রাত ৯টার দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডে ডিউটি করার সময় প্রাইভেটকারের চাপায় এনায়েত হোসেন (৪০) আরেক ট্রাফিক পুলিশের আরেক সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের ছেলে নুর-এ-আলম জানান, পরিবার নিয়ে এনায়েত হোসেন উত্তরার ৬ নম্বর সেক্টরের ৪০ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন। পরে পুলিশ তাদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মযনাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। অন্যদিকে একই দিন সকালে রাজধানীর শ্যামপুর বউবাজার এলাকায় মেহেদি হাসান (৬) নামে এক শিশুর মত্যু হয়েছে। মৃত মেহেদিও বাবার নাম মোঃ রফিক। বউবাজার এলাকার বাবা-মার সঙ্গে থাকত সে। শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) জয়লান আবেদিন জানান, সকালে বউবাজার এলাকায় রিকশার নিচে চাপা পড়ে শিশু মেহেদি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা মেহেদিকে জুরাইনের সাউথইস্ট মডেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, হাসপাতালে শিশুটিকে সেলাই দেয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ে মেহেদী। স্বজনরা ও এলাকাবাসী ভুল চিকিৎসার অভিযোগ এনে হাসপাতালে ইট-পাটকেল নিক্ষেপ করেছে বলে এসআই জয়নাল আবেদিন জানান। অপরদিকে মে দিবসের ছুটির দিন রবিবার রাতে রাজধানীর কমলাপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। ইয়াবাসহ ট্রেনের যাত্রী গ্রেফতার ॥ রাজধানীর কমলাপুর স্টেশন থেকে পাঁচ শ’ ইয়াবাসহ সাদেক (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। গ্রেফতারকৃত সাদেকের গ্রামের বাড়ি বান্দরবন জেলার লামা থানার আজিজ নগরে। ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, সোমবার দুপুরে চট্টগ্রাম থেকে আসা সুবর্ণ এক্সপ্রেস নামে একটি ট্রেন কমলাপুরে থামে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রেনে সাদেক নামে এক যাত্রী দেহ তল্লাশি করা হয়। পরে যুবকের পায়ুপথে পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।
×