ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাকিববিহীন কলকাতার জয় পাঁচ উইকেটে

প্রকাশিত: ০৯:১৫, ৩ মে ২০১৬

সাকিববিহীন কলকাতার জয় পাঁচ উইকেটে

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আগের ম্যাচ থেকেই বাদ। টানা দুই ম্যাচ হেরেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে সোমবার রাতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সাকিবকে ছাড়াই জয়ের ধারায় ফিরেছে তারা। ইউসুফ পাঠানের ঝড়োগতির ৬০ রানের অপরাজিত ইনিংসের সুবাদে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে পাঁচ উইকেটে হারিয়েছে পাঁচ বল হাতে রেখে। ফলে আট ম্যাচে পঞ্চম জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে আসল তারা। আর সপ্তম ম্যাচে পঞ্চম পরাজয়ে ব্যাঙ্গালুরুর অবস্থান সাত নম্বরে। চার ম্যাচ পর খেলতে নেমে দারুণ এক ছক্কা দিয়েই শুরু করেছিলেন ক্রিস গেইল। কিন্তু ৭ রান করেই সাজঘরে ফেরেন তিনি। এরপরও বড় সংগ্রহ পেতে সমস্যা হয়নি ব্যাঙ্গালুরুর দারুণ ব্যাটিং লাইনআপের জন্য। ওপেনার লোকেশ রাহুল ও বিরাট কোহলি দ্বিতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়েন মাত্র ৫৮ বলে। রাহুল ৩২ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫২ রান করে সাজঘরে ফেরেন। এবি ডি ভিলিয়ার্সও দ্রুতই ফিরে যান ৪ রান করে। তবে কোহলির ৪৪ বলে ৪ চারে ৫২, শেন ওয়াটসনের ২১ বলে ৫ চার ও এক ছক্কায় অপরাজিত ৩৪ ও স্টুয়ার্ট বিন্নির ৪ বলে ১ চার ও ২ ছক্কায় করা ১৬ রানের সুবাদে ৭ উইকেটে ১৮৫ রনের বড় সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু। মরনে মরকেল ২৮ রানে ও পীযূষ চাওলা ৩২ রানে দুটি করে উইকেট নেন। জবাব দিতে নেমে প্রথম ওভারেই ইনফর্ম রবিন উথাপ্পাকে (১) হারায় কলকাতা। অধিনায়ক গৌতম গাম্ভীরও বেশি দূর যেতে পারেননি। ২৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৭ রান করে ফিরে গেছেন। মাত্র ৬৯ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে কেকেআর। তবে ইউসুফ পাঠান ও আন্দ্রে রাসেল ৯৬ রানের জুটি গড়ে দলকে কক্ষপথেই রাখেন। রাসেল ২৪ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৯ রান করে আউট হলেও ইউসুফ একাই লড়াই করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৯.১ ওভারে পাঁচ উইকেটে ১৮৯ রান তুলে জয় নিশ্চিত করে কেকেআর। ইউসুফ ২৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন। ২৭ রান দিয়ে দুই উইকেট নেন যুবেন্দ্র চাহাল। পয়েন্ট টেবিল দল ম্যাচ জয় হার পয়েন্ট রানরেট গুজরাট ৮ ৬ ২ ১২ -০.১১৫ কলকাতা ৮ ৫ ৪ ১০ +০.৩৪২ মুম্বাই ৯ ৫ ৪ ১০ -০.০০৯ দিল্লি ৬ ৪ ২ ৮ +০.৪৪১ হায়দরাবাদ ৭ ৪ ৩ ৮ +০.০৬০ পুনে ৮ ২ ৬ ৪ +০.১৩০ ব্যাঙ্গালুরু ৭ ২ ৫ ৪ -০.০০৯ পাঞ্জাব ৭ ২ ৫ ৪ -০.৮১১
×