ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তত্ত্বাবধায়ক সরকার বাতিলে রায়ের পুনঃশুনানি দাবি খন্দকার মাহবুবের

প্রকাশিত: ০৯:০৫, ৩ মে ২০১৬

তত্ত্বাবধায়ক সরকার বাতিলে রায়ের পুনঃশুনানি দাবি খন্দকার মাহবুবের

স্টাফ রিপোর্টার ॥ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান সংক্রান্ত সংবিধানের ১৩তম (ত্রয়োদশ সংশোধনী) বাতিল করে আপীল বিভাগের দেয়া রায় পুনঃশুনানির দাবি জানিয়েছেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। সোমবার সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ভবনে তার নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি। সম্প্রতি অবসরের পর সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন ও আপীল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ১৬৮ মামলা পুনঃশুনানি করা হচ্ছে। ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আপীল বিভাগের রায়টিও ১৬ মাস পর স্বাক্ষর হয়েছিল। এ কারণেই খন্দকার মাহবুব হোসেন ওই মামলাটিরও পুনঃশুনানির দাবি করেন। খন্দকার মাহবুব বলেন, দেশের সর্বোচ্চ আদালতের এই যদি সিদ্ধান্ত হয় (অবসরের পর রায় লেখা অবৈধ), তবে একইভাবে তত্বাবধায়ক সরকার অবৈধ বলে দেয়া রায়ও পুনঃশুনানি করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার বৈধ বলে হাইকোর্টের বেঞ্চ রায় দিয়েছিল। সেই রায়টি খায়রুল হকের নেতৃত্বে আপীল বিভাগের ৯ জন বিচারপতি অবৈধ ঘোষণা করেন। রায়ে বলা হল তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সুতরাং এটি অবৈধ।
×