ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁওয়ে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা ॥ ননদ গ্রেফতার স্বামী পলাতক

প্রকাশিত: ০৯:০৪, ৩ মে ২০১৬

সোনারগাঁওয়ে যৌতুকের  দাবিতে গৃহবধূ হত্যা ॥  ননদ গ্রেফতার স্বামী পলাতক

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২ মে ॥ সোনারগাঁও পৌরসভার বাগমুছা এলাকায় যৌতুকের দাবিতে রবিবার দুপুরে নাজনীন আক্তার নাজু (২৫) নামে এক গৃহবধূকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ননদ বেবী আক্তারকে পুলিশ আটক করেছে। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা সোনারগাঁও পৌরসভার বাগমুছা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে আনিসুর রহমানের সঙ্গে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার জিয়াউল হক নান্নুর মেয়ে নাজনীন আক্তার নাজুর ৬ বছর পূর্বে বিয়ে হয়। আনুষা নামের তাদের ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী আনিসুর রহমান ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবি করে আসছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এ ঘটনায় নাজনীন তার স্বামী ও ভাসুর আরিফুর রহমানের বিরুদ্ধে থানায় একটি অভিযোগও দায়ের করেছিলেন। ঘটনার দিন ঐ বাড়ির লোকজন নাজনীনকে হাসপাতালে নিয়ে যায়। এ সময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহতের পরিবারের লোকজন নাজনীনকে হত্যার অভিযোগ করলে পুলিশ নাজনীনের ননদ বেবীকে আটক করে। ঘটনার পর থেকে স্বামী ও শাশুড়িসহ বাড়ির লোকজন পালিয়ে যায়। অজ্ঞাত লাশ উদ্ধার উপজেলার নোয়াগাঁও ইউপির লাদুরচর এলাকার মেঘনা নদী থেকে সোমবার সকালে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। দুপুরে পুলিশ লাশটি উদ্ধার ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
×