ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ॥ আইজিপি

প্রকাশিত: ০৭:৪৯, ৩ মে ২০১৬

জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ॥  আইজিপি

স্টাফ রিপোর্টার ॥ জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং সুষ্ঠু আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পুলিশ কর্মকর্তাদের আরও সতর্ক ও তৎপর থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। সোমবার ২০১৬ সালের প্রথম ত্রৈ-মাসিক (জানুয়ারি-মার্চ) অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন তিনি। দিনব্যাপী অনুষ্ঠিত সভায় সকল পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ সদর দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি শহীদুল হক বলেন, শুধুমাত্র মামলা নিয়ে, তদন্ত করে সমাজে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ প্রতিরোধ জনগণ তথা কমিউনিটি পুলিশকে সম্পৃক্ত করতে হবে। পুলিশী কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বাড়াতে হবে। প্রতিরোধমূলক পুলিশিংয়ের ওপর গুরুত্ব দিতে হবে। আইজিপি বলেন, জঙ্গীবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। জঙ্গী কার্যক্রম সম্পর্কে পুলিশকে সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ভাড়াটিয়া, ভাসমান ও অস্থায়ী আগন্তুকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। তাদের সঠিক পরিচয় শনাক্ত করতে হবে। জেলা পুলিশ সুপারদের খুনের মামলার ঘটনাস্থল পরিদর্শন করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন আইজিপি। পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মোঃ জহিরুল ইসমাল ভূঁইয়া সভায় জানুয়ারি-মার্চ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন। সভায় ব্লগার হত্যা মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, ১১ ব্লগার হত্যা মামলার মধ্যে একটি মামলার বিচার হয়েছে। তিনটি মামলা বিচারাধীন। সাতটি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
×