ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আম্পায়ার লাঞ্ছিত ও টুর্নামেন্ট বয়কট, পরে সিদ্ধান্ত প্রত্যাহার

ক্লাব কাপ হকিতে বড় জয়ে শেষ চারে আবাহনী

প্রকাশিত: ০৬:৩৫, ৩ মে ২০১৬

ক্লাব কাপ হকিতে বড় জয়ে শেষ চারে আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ মার্সেল ক্লাব কাপ হকি প্রতিযোগিতায় সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় বিদেশীনির্ভর ঢাকা আবাহনী লিমিটেড ১০-০ গোলের বিশাল জয় পেয়েছে ওয়ারী ক্লাবের বিপক্ষে। গত দুই ম্যাচে মোট সাত গোলে জয় পেয়েছে দেশী খেলোয়াড় সংবলিত আবাহনী। অথচ গতকাল আবাহনীর পাঁচ বিদেশীর বদৌলতেই এতবড় স্কোর লাইনে জিতল আবাহনী। পাকিস্তানী শাফকাত রসুল হ্যাটট্রিক করেন। একটি করে গোল করেন পাকিস্তানের মোঃ ইরফান, শাকিল আব্বাসি, কাসিফ আলি, বাংলাদেশী মাকসুদ আলম হাবুল, রাজিব দাস, শোয়েব আলী ও খোরশেদুর রহমান। দিনের অপর ম্যাচটি আলোর স্বল্পতার কারণে ২৫ মিনিট বাকি থাকতেই শেষ করতে হয়। সোনালী ব্যাংক ও বাংলাদেশ এসসির মধ্যকার ম্যাচটির অবশিষ্ট ২৫ মিনিট খেলা আজ বেলা সোয়া চারটায় অনুষ্ঠিত হবে। গতকালের নির্ধারিত সময় পর্যন্ত বাংলাদেশ স্পোটিং ক্লাব ১-০ গোলে এগিয়েছিল। গত পরশু ঊষা এবং মেরিনারের ম্যাচের পর মেরিনারের এক বলবয় দ্বারা শারীরিক লাঞ্ছনার শিকার হন সিনিয়র আম্পায়ার সেলিম রেজা। তারপরই প্যানেল আম্পায়াররা সিদ্ধান্ত নেন চলতি ক্লাব কাপ ও প্রিমিয়ার লীগের কোন ম্যাচ তারা পরিচালনা করবেন না। এ সিদ্ধান্তে টনক নড়ে ফেডারেশনের। গতকাল লীগ কমিটি তিন ঘণ্টার জরুরী বৈঠক শেষে খেলা পরিচালনার সিদ্ধান্ত নিলে আম্পায়াররা আবারও আপত্তি জানান। কারণ তাদের সঙ্গে কোন আলোচনাই করেনি ফেডারেশন। এরপর ফেডারেশন সেক্রেটারি আব্দুস সাদেক ও বিমানবাহিনী প্রধান আবু এসরারের প্রতিনিধি উইং কমান্ডার মঈন আম্পায়ারদের নিয়ে বৈঠক করেন। আব্দুস সাদেক ও মঈন বলেন যে, ‘মেরিনারের বলবয়কে আজীবনের জন্য হকিতে নিষিদ্ধ করা হয়েছে। তাকে হকি স্টেডিয়ামে দেখামাত্র গ্রেফতারের নির্দেশ দেয়া আছে। আম্পায়ারকে লাঞ্ছিত করার কোন এখতিয়ার ক্লাবগুলোর নেই। মেরিনারকে সতর্ক করা হয়েছে। পরবর্তী ম্যাচগুলোতে চারজন ভিডিওম্যান ম্যাচগুলো ভিডিও করবে। তাছাড়া আমরা সশরীরে মাঠে থাকব।’ আম্পায়ারদের আশ্বস্ত করার পরই নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর মাঠে দায়িত্ব পালন করেন আম্পায়াররা।
×