ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাহমুদুল্লাহর ডাক ধোনির দলে!

প্রকাশিত: ০৬:৩৫, ৩ মে ২০১৬

মাহমুদুল্লাহর ডাক ধোনির দলে!

স্পোর্টস রিপোর্টার ॥ একের পর এক ইনজুরিতে তারকাশূন্য হয়ে পড়েছে মহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টস। ইতোমধ্যে আইপিএল থেকে ছিটকে গেছেন কেভিন পিটারসেন, ফ্যাফ ডুপ্লেসিস, মিচেল মার্শ ও স্টিভেন স্মিথ! বিদেশী কোটায় তাই পুনের হয়ে টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে দেখতে চাইছেন ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে। নিজের টুইটারে তিনি লিখেছেন, ‘জনসন চার্লস আসছে, এমন একজন টপঅর্ডার ব্যাটসম্যানকে অবশ্যই নেয়া উচিত, যে স্বাধীনভাবে ব্যাট চালাতে পারে। সঙ্গে মাহমুদুল্লাহ হতে পারে দুর্দান্ত ফিনিসার। পুনের জন্য আমার দুঃখ হচ্ছে। ইনজুরির কারণে তারা বিদেশী কোটার বড় সব পারফর্মারকে হারিয়েছে।’ পুনের দুর্ভাগ্যের শুরুটা হয়েছিল কেভিন পিটারসেনকে (কেপি) দিয়ে। পেশিতে টান পড়ায় আগেই বাদ পড়েন ইংলিশ তারকা। এরপর আঙুল ভাঙ্গে প্রোটিয়া টি২০ সেনাপতি ফ্যাফ ডুপ্লেসিসের। অদ্ভুত, দুই দিন আগে চোটে পড়েন কার্যকর অলরাউন্ডার মিচেল মার্শও। ভিনদেশী বিখ্যাতদের নীলমণি হয়ে ছিলেন কেবল স্মিথ। সেই তিনিও ছিটকে গেছেন! এমন চারজনের শূন্যতা পূরণে ধোনিকে হিমশিম খেতে হচ্ছে। এদিকে পুনের মেন্টর স্টিফেন ফ্লেমিং বলেন, ‘বিদেশী কোটায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাজাকে আনা হয়েছে। কথা চলছে ক্যারিবিয়ান চার্লসের সঙ্গেও।’ তবে ভোগলের টুইটের পর চাইলে তারা দুরন্ত মাহমুদুল্লাহর কথাও ভেবে দেখতে পারেন।
×