ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অঘটনে শুরু মাদ্রিদ ওপেন, জয় পেয়েছেন আজারেঙ্কা, কেভিতোভা, ইভানোভিচ ও সিমোনা হ্যালেপের মতো তারকারা

রাদওয়ানস্কা-কারবারের বিদায়

প্রকাশিত: ০৬:৩৪, ৩ মে ২০১৬

রাদওয়ানস্কা-কারবারের বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ অঘটনে শুরু হলো মাদ্রিদ ওপেন। টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই ছিটকে গেলেন শীর্ষ বাছাই এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা ও অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন এ্যাঞ্জেলিক কারবার। রবিবার ডোমিনিকা সিবুলকোভার কাছে হারেন পোলিশ টেনিস তারকা রাদওয়ানস্কা। আর এ্যাঞ্জেলিক কারবারকে পরাজয়ের স্বাদ উপহার দেন চেকপ্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভা। টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় বাছাইয়ের এমন বিদায় ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতিতে কিছুটা হলেও প্রভাব ফেলবে বলে মনে করছেন টেনিসবোদ্ধারা। তবে রাদওয়ানস্কা-কারবারের হারের দিনে জয় দিয়ে শুরু করেছেন বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কা, সার্বিয়ার আনা ইভানোভিচ, চেকপ্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, রোমানিয়ার সিমোনা হ্যালেপ, স্পেনের গারবিন মুগুরুজা, কার্লা সুয়ারেজ নাভারো এবং অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার। শতভাগ ফিট না থাকার কারণে মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার তারকা সেরেনা উইলিয়ামস। আর আমেরিকান কিংবদন্তির অনুপস্থিতিতে টুর্নামেন্টের শীর্ষ বাছাই হিসেবে খেলতে নামেন পোলিশ তারকা রাদওয়ানস্কা। কিন্তু দুর্ভাগ্য তার। মাদ্রিদ ওপেনের প্রথম পর্বেই হেরে যান তিনি। সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা এদিন ৬-৪, ৬-৭ (৩/৭) এবং ৬-৩ সেটে পরাজিত করেন রাদওয়ানস্কাকে। ২০১২ ও ২০১৪ সালের সেমিফাইনালিস্ট রাদওয়ানাস্কা গত মার্চে ইন্ডিয়ান ওয়েলসে সর্বশেষ মোকাবেলায়ও সিবুলকোভার বিপক্ষে কঠিন লড়াইয়ের মুখে পড়েছিলেন। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ দশে থাকা অস্ট্রেলিয়ান ওপেনের রানার্সআপ সিবুলকোভা তিন সপ্তাহ আগে কাটোভিসে ক্যারিয়ারের পঞ্চম শিরোপা জয় করেন। হাসপাতালে ভোজেস বলের আঘাতে স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট মাঠ, বলের আঘাত, হাসপাতালÑ বাক্যগুলো দেখলেই প্রাণ আঁতকে ওঠে। ২০১৪ সালে প্রতিপক্ষ বোলারের হাত থেকে ছুটে আসা এক ডেলিভারি কেড়ে নেয় ২৫ বছর বয়সী ফিলিপ হিউজেসের প্রাণ। গুরুতর না হলেও কাউন্টি ক্রিকেটের ম্যাচে মাথায় বলের আঘাতে ঠিকই হাসপাতালে যেতে হয়েছে অস্ট্রেলিয়ার এ্যাডাম ভোজেসকে। রবিবার মিডলসেক্স উইকেটরক্ষক এ্যাডাম হুইটার ফিল্ডারের হাত থেকে আসা দ্রুতগতির একটি বল গ্লাভসবন্দী করতে ব্যর্থ হলে সরাসরি সেটি সিøপে দাঁড়ানো ভোজেসের মাথার পেছনে আঘাত করে। তাৎক্ষণিক খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও পরে বাইরে চলে যান তিনি। ড্রেসিং রুমে ফেরার পর মাথায় কিছুটা যন্ত্রণা বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়। দলের ম্যানেজিং ডিরেক্টর এ্যাঙ্গাস ফ্রেজার বলেন, ‘ম্যাচের এ ঘটনা আমাদের জন্য দুঃসংবাদ। তবে আশার কথা ভোজেস সুস্থ রয়েছেন আর পরের ম্যাচেই তাকে আমরা মাঠে পাব।’
×