ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন কোচেরই অভিন্ন স্বপ্ন

প্রকাশিত: ০৬:৩৪, ৩ মে ২০১৬

তিন কোচেরই অভিন্ন স্বপ্ন

স্পোর্টস রিপোর্টার ॥ অভিন্ন স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে বার্সিলোনা, এ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। তিনটি দলেরই স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের সুযোগ আছে। অবশ্য এজন্য অনেক ‘যদি’, ‘কিন্তু’ আছে। গত শনিবার তিনটি দলই তাদের নিজ নিজ ম্যাচ জিতেছে। ৩৬ রাউন্ডের ম্যাচ জয়ের পর তিন দলের কোচই শিরোপা জয়ের অভিন্ন স্বপ্নের কথা শুনিয়েছেন। তবে বাকি দুই পর্বে কি হবেÑ সেটা অনেকটাই নির্ভর করছে বার্সার ওপর। মেসি-নেইমার-সুয়ারেজরা হোঁচট খেলেই কেবল সুযোগ হবে দুই নগর প্রতিদ্বন্দ্বীর। সবশেষ ম্যাচে বার্সা ২-০ গোলে হারিয়েছে রিয়াল বেটিসকে। বর্তমানে ৩৬ ম্যাচ শেষে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সিলোনা। এ্যাটলেটিকো ও রিয়াল মাদ্রিদও নিশ্বাস ফেলছে বার্সার ঘাড়ে। শনিবার দুই দলই পেয়েছে ১-০ গোলের জয়। ফলে ৩৬ ম্যাচ শেষে এ্যাটলেটিকোর ঘরেও জমা হয়েছে ৮৫ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। টানা তিনটি ম্যাচ হারের পর টলমল হয়ে উঠেছিল বার্সিলোনার শিরোপা জয়ের স্বপ্ন। শীর্ষস্থান হারাতে না হলেও একেবারে কাছাকাছি চলে এসেছে শিরোপার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী। নিজেদের মাঠে ম্যাচের ৩৫ মিনিট থেকেই বেটিসকে খেলতে হয় ১০ জনের দল নিয়ে। এ সময় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বেটিসের ডিফেন্ডার হেইকো ওয়েস্টেরম্যানকে। এরপর প্রথমার্ধে কোন গোল পায়নি লুইস এনরিকের দল। বিরতির পর ৫০ মিনিটে দলের পক্ষে প্রথম গোল করেন ইভান রাকিটিচ। ৮১ মিনিটে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেন সুয়ারেজ। দুই গোলেরই নেপথ্য কারিগর ছিলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে বার্সা কোচ এনরিকে বলেন, আমরা নিজেদের খেলা নিয়েই ভাবছি। বাকি দুটি ম্যাচ জিতে শিরোপা জিততে চাই। আগের দুই ম্যাচে চারটি করে গোল করা সুয়ারেজ বেটিসের বিরুদ্ধেও করেন এক গোল। ফলে বার্সার হয়ে চলতি মৌসুমে লা লিগায় ৩৫তম গোল করে নতুন রেকর্ড গড়েছেন উরুগুইয়ান তারকা। সুয়ারেজ বর্তমানে কাতালান ক্লাবটির দ্বিতীয় ফুটবলার, যিনি এক মৌসুমে ৩৫ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। এর আগে বার্সারই সেরা তারকা লিওনেল মেসি তিনটি মৌসুমে ৩৫ বা তারও বেশি গোল করার রেকর্ড গড়েন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও করিম বেঞ্জামাকে ছাড়া গ্যারেথ বেলের একমাত্র গোলে শিরোপা রেসে আছে রিয়াল মাদ্রিদ। দলটির কোচ জিনেদিন জিদান বলেন, আমি খুশি দলের পারফর্মেন্সে। আশা করছি কাক্সিক্ষত স্বপ্নপূরণের সুযোগ আসবে আমাদের। অন্যদিকে নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে ফরাসী স্ট্রাইকার এ্যান্টোনিও গ্রিজম্যানের গোলে রায়ো ভায়োকানোকে হারায় এ্যাটলেটিকো। ম্যাচ শেষে দলটির কোচ দিয়াগো সিমিওনেকে প্রশ্ন করা হয় বার্সিলোনা কি হোঁচট খাবে? জবাবে আর্জেন্টাইন এই কোচ বলেন, আমি ভাগ্য গণনাকারী নই। তিনি আরও বলেন, আমি যেমন কল্পনা করেছিলাম শুরুতে ম্যাচটি সেরকমই ছিল। তাই পয়েন্ট যখন সবচেয়ে জরুরী বিষয় এমন মুহূর্তে আমরা একটি গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছি। পরের দুটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তিন দলের মধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে বার্সা। একমাত্র তাদেরই প্রতিদ্বন্দ্বীরা কী করছে, সেটি নিয়ে চিন্তা করতে হবে না। নিজেদের দুটি ম্যাচ জিতলেই সরাসরি লীগ শিরোপা কাতালানদের। দুই ম্যাচেই সহজ প্রতিপক্ষ তাদের। ৮ মে নিজেদের মাঠে এস্পানিওল। শেষ ম্যাচেও সহজ প্রতিপক্ষ বার্সিলোনার। ১৫ মে মেসি-নেইমাররা খেলবে গ্রানাডার মাঠে। এ্যাটলেটিকো মাদ্রিদের কাজটি একটু কঠিন। নিজেদের ম্যাচ দুটি শুধু জিতলেই হবে না, অন্তত এক ম্যাচে যেন বার্সিলোনা হোঁচট খায়, সে আশাও করতে হবে তাদের। রিয়ালের কাজ আরও কঠিন। নিজেদের ম্যাচ দুটি তো জিততেই হবে, সে সঙ্গে দুই প্রতিদ্বন্দ্বীর হার বা ড্র প্রার্থনা করতে হবে রোনাল্ডোদের। এদিকে রবিবার ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লীগে চার নম্বর স্থান পাকাপোক্ত করেছে ভিয়ারিয়াল। অন্যদিকে ২০১৬-১৭ চ্যাম্পিয়ন্স লীগে ইতালিয়ান সিরিএ থেকে জায়গা করে নিয়েছে জুভেন্টাস, নেপোলি ও রোমা। শনিবার লাজিওর বিরুদ্ধে ইন্টার মিলানের হারের কারণে তাদের ইউরোপিয়ান সর্বোচ্চ আসরে খেলা নিশ্চিত হয়।
×