ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আমিরাতে পাক-উইন্ডিজ দিবা- রাত্রির টেস্ট

প্রকাশিত: ০৬:৩২, ৩ মে ২০১৬

আমিরাতে পাক-উইন্ডিজ দিবা- রাত্রির টেস্ট

স্পোর্টস রিপোর্টার ॥ পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় নিজেদের প্রথম দিবা-রাত্রির টেস্টটি খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু তার আগেই ‘দ্বিতীয়’ হোম ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট খেলার অভিজ্ঞতা হয়ে যাবে পাকিদের। কারণ আসন্ন সেপ্টেম্বর-অক্টোবরে মরুর দেশে পাকিস্তানের সঙ্গে একটি দিন-রাতের টেস্ট খেলতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দুই দলের জন্যই সেটি হবে প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তারা (ওয়েস্ট ইন্ডিজ) সংযুক্ত আরব আমিরাতে গোলাপি বলে একটি দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি হয়েছে।’ সন্ত্রাসী কর্মকা-ের জেরে সেই ২০০৯ সাল থেকে নিজেদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছে না পাকিস্তান। আমিরাতই এখন তাদের হোমগ্রাউন্ড। সেখানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ২টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ২টি টি২০ ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। পিসিবিই ক্যারিবিয়ানদের (ডব্লিউআইসিবি) দুই টেস্টের একটি ফ্লাড লাইটে খেলার প্রস্তাব দেয়। ওয়েস্ট ইন্ডিজ সেটি গ্রহণ করে। তবে ভেন্যু ঠিক করা হয়নি এখনও। শারজাহ, দুবাই ও আবুধাাবির তিন ভেন্যুতেই ফ্লাড লাইট রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান দল। ব্রিসবেনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু প্রথম টেস্টটিই হবে দিবা-রাত্রির, গোলাপি বলে। সবার আগে অবশ্য ইংল্যান্ড সফর করবে পাকিরা (জুলাই-আগস্ট)। আগানগর পল্লী মঙ্গল সমিতি চ্যাম্পিয়ন নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ ॥ কেরানীগঞ্জ ক্রিকেট লীগ ২০১৬ আসরের চ্যাম্পিয়ন হয়েছে আগানগর পল্লী মঙ্গল সমিতি। রবিবার অনুষ্ঠিত ফাইনালে তারা শুভাঢ্যা অধ্যাপক হামিদুর রহমান ক্রিকেট একাডেমিকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ৪০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে শুভাঢ্যা ১৩৮ রানে অলআউট হয়ে যায়। ১৩৯ রানের টার্গেটে ব্যাট করে ২৫ ওভারে ৭ উইকেটের সহজ জয় পায় আগানগর। অপরাজিত ৮০ রান ও ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন আগানগরের উজ্জল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।
×