ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিশুর পেটে টুথ ব্রাশ

প্রকাশিত: ০৬:২০, ৩ মে ২০১৬

শিশুর পেটে টুথ ব্রাশ

পাঁচ বছরের ছোট্ট কেশব একটি আস্ত টুথব্রাশ গিলে ফেলেছিল। বিষয়টি কেউ জানতেও পারেনি। মা-বাবা শুনলে বকতে পারে এই ভয়ে সে তাঁদেরও কিছু বলেনি। এক সপ্তাহ বা দু’সপ্তাহ নয়, এই অবস্থায় টানা এক বছর তার পেটে ব্রাশটি ছিল। ঘটনার কয়েক দিন পর থেকেই মাঝে মাঝে পেটে ব্যথা হতো। প্রস্রাব করতে গেলেও যন্ত্রণা হতো। বিষয়টি তখনও বলেনি কেশব। কিন্তু যত দিন যায় ব্যথা বেড়ে চলে। কী হয়েছে বিষয়টি জানতে কেশবকে চিকিৎসকের কাছে নিয়ে যায় তার বাবা-মা। ভারতের পশ্চিমবঙ্গে ঘটে এটি। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন কেশবের মূত্রথলিতে ৫ সেন্টিমিটারের একটি পাথর রয়েছে, সেই সঙ্গে একটি লম্বা মতো জিনিসও আটকে রয়েছে। কিন্তু বিষয়টি কী, তা বুঝতে পারছিলেন না। এক্স রে ও আল্ট্রাসাউন্ডেও জিনিসটি কী সেটা ধরা পড়েনি। অবশেষে অস্ত্রোপচারের মাধ্যমে যখন পাথরটি বের করা হয়, সেই সঙ্গে ওই লম্বা মতো বস্তুটিও বের করা হয়। প্রথমে চিকিৎসকরা বুঝতে পারেননি জিনিসটি কী, আর কী ভাবেই বা ওখানে গেল! পরীক্ষা করে তাঁরা দেখে তো হতবাক। একটি আস্ত টুথ ব্রাশ! কেশবের বাবা হেমন্ত শাহু যেন ভূত দেখার মতো চমকে ওঠেন। কেশবকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, শুধু বলে মনে করতে পারছিন না কীভাবে ওটা পেটে চলে গেল। চিকিৎসকরা জানান, অনেক ধরনের ঘটনা তাঁরা দেখেছেন। যেমন কয়েন গিলে নেয়া, পেনের ঢাকনা গিলে নেয়ার মতো বিষয়ও তাঁদের কাছে এসেছে। কিন্তু টুথ ব্রাশ গিলে নেয়ার বিষয় এই প্রথম। তাঁরা আরও জানিয়েছেন, এই ধরনের ঘটনায় সাধারণত বাঁচার সম্ভাবনা থাকে না। কিন্তু এক বছর পেটের মধ্যে ব্রাশটি থাকা সত্ত্বেও যেভাবে ছেলেটি বেঁচে রয়েছে, তা সত্যিই অবাক কা- বটে ! -আনন্দবাজার পত্রিকা
×