ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

গুণীজন সম্মাননা ও নানা আয়োজনে খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ০৬:১১, ৩ মে ২০১৬

গুণীজন সম্মাননা ও নানা আয়োজনে খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ॥ কচি কণ্ঠগুলো মিলে গেল এক সুরে। মঙ্গলের আবাহনে সবাই মিলে গেয়ে উঠলÑ আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর/মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে...। গান শেষে অতিথিরা প্রজ্বালন করলেন মঙ্গল প্রদীপ। এভাবেই সুন্দরের প্রত্যাশায় কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সূচনা হয়। ১৯৫২ সালে যাত্রা করা শিশু-কিশোরদের ঐতিহ্যবাহী সংগঠনটি পদার্পণ করল প্রতিষ্ঠার ৬৪তম বছরে। ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’Ñ সেøাগানে সোমবার বিকেলে শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চার গুণীজনকে প্রদান করা হয় সাংবাদিক বজলুর রহমান ভাইয়া স্মৃতিপদক। গানের সুরে, নাচের ছন্দে ও গুণী ব্যক্তিত্বদের সম্মাননা প্রদানের আনুষ্ঠানিকতায় সাজানো হয় অনুষ্ঠান। শিশু-কিশোর সদস্যদের আনন্দ-উচ্ছ্বাস ও সরব উপস্থিতিতে উদযাপিত হয় খেলাঘরের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। সাংবাদিক বজলুর রহমান ভাইয়া স্মৃতি পদকপ্রাপ্ত চার গুণীজন হলেনÑ নাট্যজন আলী যাকের, সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামান, গীতিকার-সুরকার-সঙ্গীত পরিচালক সেলিম রেজা ও সংগঠক মাখন লাল দাস। খেলাঘর আসরের সভাপতিম-লীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান। স্বাগত বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশ। দর্শক সারিতে বসে অনুষ্ঠানটি উপভোগ করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই খেলাঘরের শিল্পীরা পরিবেশন করে ‘এসো মুঠোয় ধরি গোটা পৃথিবীটা’ শীর্ষক গীতি আলেখ্য। এর পর শুরু হয় পদক প্রদান পর্ব। সবশেষে ছিল নৃত্যালোক সাংস্কৃতিক সংগঠন ও কল্পরেখার শিল্পীদের সমবেত নৃত্য পরিবেশনা। অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি আলী যাকের। অনুভূতি প্রকাশ করে মাখন লাল দাস বলেন, বজলুর রহমানের যে আদর্শ ছিল সে আদর্শে পথচলার জন্যই এ পদক নতুন পেরণা যোগাবে। সেলিম রেজা বলেন, ৪২ বছর ধরে এই সংগঠনের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছি। তারা যখনই ডেকেছে তখনই পাগলের মতো ছুটে এসেছি। সেই সংগঠন প্রদত্ত বজলুর রহমান ভাইয়া স্মৃতিপদক পেয়ে খুবই ভাল লাগছে। খন্দকার মুনীরুজ্জামান বলেন, পুরস্কার পেলে সবারই ভাল লাগে। খেলাঘরের পুরস্কার হলে সেটা আরও ভাল। সেই পুরস্কার যদি হয় বজলুর রহমানের নামে তাহলে আরও বেশি ভাল লাগে। বিশেষ অতিথির বক্তব্যে আবেদ খান বলেন, আজ দেশে এক ধরনের মরচে ধরা নীতিহীন অবস্থা বিরাজ করছে। সেই জায়গায় খেলাঘর এখনও সুস্থ চিন্তার চর্চায় এবং মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে চলেছে। যৌথ চিত্রকর্ম প্রদর্শনী ‘আমাদের ঢাকা’ ॥ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫ ও ৬ নম্বর গ্যালারিতে শিল্পিত বাংলাদেশের আয়োজনে শুরু হলো ‘আমাদের ঢাকা’ শীর্ষক যৌথ চিত্রকর্ম প্রদর্শনী। সোমবার বিকেলে ১৩ দিনের এ প্রদর্শনীর উ™ে^াধন করেন শিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিআইয়ের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, কবি রবিউল হুসাইন প্রমুখ। গত ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ এবং নারায়ণগঞ্জ আর্ট কলেজের ৩৫ শিক্ষার্থী রাজধানীর ১৫টি স্থানে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি এঁকেছেন সেসব এলাকার ছবি। সেসব ছবি নিয়েই সাজানো হয়েছে এ প্রদর্শনী। ঠাঁই পেয়েছে ১৫৪টি চিত্রকর্ম। ছবিগুলোয় উঠে এসেছে লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, হাতিরঝিল, কেরানীগঞ্জ ডকইয়ার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, কমলাপুর রেলস্টেশন, বায়তুল মোকাররম মসজিদ, জাতীয় জাদুঘর, ধানম-ি লেক, বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাসভবন, শহীদ মিনার, কামারাঙ্গীচর, কার্জন হল ও শাহবাগ চত্বরের নানা দৃশ্যকল্প। আগামী ১২ মে পর্যন্ত চলবে প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ‘পদ্মাবতীর আখ্যান’ মঞ্চস্থ ॥ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সোমবার সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থিয়েটার এ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হলো নাটক ‘পদ্মাবতীর আখ্যান’। নাটকটির রচনা, পরিকল্পনা ও নির্দেশনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থিয়েটার এ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের প্রভাষক নুসরাত শারমিন তানিয়া।
×