ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস ও বিভাগীয় পরীক্ষা বন্ধ

প্রকাশিত: ০৬:০৬, ৩ মে ২০১৬

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস ও বিভাগীয় পরীক্ষা বন্ধ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে পূর্বঘোষিত তিন ঘণ্টার অবস্থান ও কর্মবিরতি পালন করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই দাবিতে আজ বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিবাদ সভা ও আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হবে। সোমবার সকাল ১০টা থেকে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কালো ব্যাজ পরে কর্মবিরতি শুরু করেন। দুপুর ১টা পর্যন্ত চলে তাদের এই কর্মসূচী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের দেয়া এই কর্মসূচী চলাকালে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সব ধরনের ক্লাস ও বিভাগীয় পরীক্ষা বন্ধ ছিল। তবে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। কর্মসূচীর অংশ হিসেবে সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এ সময় অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র। এভাবে একের পর এক শিক্ষক হত্যা করলে মুক্তবুদ্ধি চর্চা বন্ধ হয়ে যাবে। প্রতিনিয়ত খুন হচ্ছে। সঠিক বিচার না হওয়ায় এসব হত্যাকা- দিন দিন বেড়ে চলেছে। সংগঠনের মহাসচিব অধ্যাপক এএসএম মাকসুদ কামাল সাংবাদিকদের বলেন, বেছে বেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অসাম্প্রদায়িক চেতনার মানুষদের হত্যা করা হচ্ছে। মুক্তিযুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যা করা হয়েছে, এটি এখনও অব্যাহত আছে। অপরাধীদের চিহ্নিত করা হয়েছে, এতজন এই হত্যাকা-ের সঙ্গে জড়িত ছিল, এ ধরনের কোন বক্তব্য আমরা আর শুনতে চাই না। আমরা চাই অপরাধীদের দ্রুত গ্রেফতার করে এমন শাস্তি দেয়া হোক যেন পরবর্তীতে এমন কোন ঘটনা আর না ঘটে। পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর দাবি জানিয়ে ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করে তুলব। অসাম্প্রদায়িক চেতনার মানুষদের নিরাপত্তা দিতে এবং হত্যাকা- প্রতিরোধে ‘মনিটরিং সেল’ গঠনেরও দাবি জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এবং চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষক নেতা অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া জনকণ্ঠকে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অধ্যাপক রেজাউল করিমের হত্যাকারীদের খুঁজে বের করে অনতিবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারসহ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ধর্মান্ধ জঙ্গিবাদীগোষ্ঠী বার বার মুক্তচিন্তার ধারক ও বাহক এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যয়ে বিশ্বাসীদের ওপর হামলা অব্যাহত রেখেছে। জঙ্গিবাদীগোষ্ঠীর এরূপ অনৈসলামিক এবং নিষ্ঠুর ও পাশবিক কর্মকা- বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল ॥ একই ঘটনার বিচারের দাবিতে প্রতীকী কফিন মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টায় এই কফিন মিছিল শুরু হয় এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এসে শিক্ষক সমিতির সমাবেশে মিলিত হয়। এ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে টানা নয় দিন ধরে বিভিন্ন কর্মসূচী পালন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা। একই দাবিতে সোমবার বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষকদের কর্মবিরতিসহ ইংরেজী, বাংলা, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, প্রাণিবিদ্যা, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। এদিকে একই দাবিতে তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক-কর্মচারীরা। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এ কর্মবিরতি। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সামনে থেকে মৌন মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। শাবিপ্রবি ॥ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচীতে জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, একজন শিক্ষক যিনি কি-না সংস্কৃতিমনা, তিনি নিজে সঙ্গীত পছন্দ করতেন এবং সেতার বাজাতেন তাকে হত্যা করা হলো। আগে তো বিভিন্ন সময় ব্লগার, লেখকদের হত্যা করা হতো, এখন আপনার আমার মতো শিক্ষকরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি। বলে বলে মানুষ খুন করলেও খুনীদের ধরতে সরকার আন্তরিক নয়। এভাবে একটি দেশ চলতে পাওে না। এ সময় তিনি ধারাবাহিক হত্যাকা-ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং এ সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আশু পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন শাবিপ্রবির শিক্ষকরা। এছাড়া দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কালোব্যাজ ধারণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি। অবস্থান কর্মসূচীতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহিবুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন। এদিন বিশ্ববিদ্যালয়টির ২৬টি বিভাগে কোন ক্লাস হয়নি। তবে পুর্বনির্ধারিত পরীক্ষাগুলো এই কর্মসূচীর আওতামুক্ত ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বাংলাদেশে কোন আইএস নেই। স্বাধীনতাবিরোধী, মানুষ পুড়িয়ে মারা সন্ত্রাসী শিবির গোষ্ঠী আইএস আদর্শ ধারণ করছে। এই শিবির গোষ্ঠীই বাংলাদেশের সব ধরনের হত্যাকা-ের সঙ্গে যুক্ত। বড় বড় নেশাখোর যেমন তৈরি হয় বিড়ি দিয়ে, তেমনি বড় বড় সন্ত্রাস তৈরি হয় শিবির দিয়ে। আমরা সকল হত্যাকা-ের দ্রুত বিচার চাই। এ সময় বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয় ॥ সোমবার কর্মসূচী পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা ক্যাম্পাসের হাদি চত্বরে অবস্থান ধর্মঘট পালন করেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান। এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সারওয়ার জাহানসহ শিক্ষক নেতা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। কর্মসূচী পালনকালে শিক্ষক নেতারা অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকা-সহ বিগত সময়ে মৌলবাদীদের ঘৃণ্য তৎপরতায় সংঘটিত সকল হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শিক্ষাঙ্গন ও শিক্ষকদের নিরাপত্তার দাবি জানান শিক্ষক নেতারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএফএম আওরঙ্গজেবের নেতৃত্বে অবস্থান ও কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা। এ সময়ে কোন ক্লাস-পরীক্ষা হয়নি। গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসা থেকে ৫০ গজ দূরে রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করা হয়। ওই দিনই নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেন তাঁর ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ। দুই খুনী চিহ্নিত ॥ স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজী বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকা-ে জড়িত দু’জনকে শনাক্ত করা গেছে বলে দাবি করেছে পুলিশ। এরা দু’জনই একই বিভাগের শিক্ষার্থী ও জঙ্গী সংগঠনের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজউদ্দীন আহমেদ। তিনি বলেন, আদর্শিক কারণে মৌলবাদী সংগঠন এ হত্যাকা- ঘটিয়েছে তা পুলিশ নিশ্চিত হয়েছে। শিক্ষক রেজাউল হত্যাকা-ে কোন ব্যক্তিগত কারণ খুঁজে পাওয়া যায়নি বলে জানান সরদার তমিজউদ্দীন। তিনি বলেন, শিক্ষক হত্যা মামলায় এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের দেয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে। যে পাঁচজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে হত্যাকা-ে জড়িত রাবির ইংরেজী বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলামের বাবা আব্দুল হাকিম ও ভাই আরিফুল ইসলামও রয়েছে। তবে তারা বলার চেষ্টা করছে শরিফুলের সঙ্গে পারিবারের সদস্যদের কোন যোগাযোগও নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তমিজউদ্দীন। তিনি আরও বলেন, শরিফুলকে গ্রেফতার করা গেলে শিক্ষক হত্যার মোটিভ বেরিয়ে আসবে। তবে গ্রেফতারের স্বার্থে অপরজনের নাম-পরিচয় জানাননি অতিরিক্ত পুলিশ কমিশনার।
×