ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান আর নেই

প্রকাশিত: ০৬:০৩, ৩ মে ২০১৬

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান আর নেই

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের গৌরীপুর থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডাঃ মুজিবুর রহমান ফকির (৭২) হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও ৩ কন্যাসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরী শোক প্রকাশ করেছেন। রবিবার মধ্যরাতে ময়মনসিংহ শহরের আকুয়ার বাসভবন ‘নাসিমা নার্সিং হোমে’ বুকে প্রচ- ব্যথা অনুভব করলে রাত ২টার দিকে তাকে ময়মনসিংহ মেডিক্যালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকদের অক্লান্ত চেষ্টা ব্যর্থ করে সোমবার সকাল সাড়ে ৯টায় মারা যান তিনি। অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডাঃ মুজিবুর রহমান ফকিরের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ময়মনসিংহ মেডিক্যালে ছুটে আসেন তার রাজনৈতিক সহকর্মীসহ চিকিৎসক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। এ সময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভুইয়া, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হকসহ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দিন আহমদ ও বিএমএ-স্বাচীপ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সোমবার বাদ জোহর শহরের আঞ্জুমানে ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে হেলিকপ্টারে করে বিকেলে তার লাশ নেয়া হয় জাতীয় সংসদ ভবন চত্বরে। সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে তার লাশ নিয়ে আসা হয় ময়মনসিংহে। মঙ্গলবার তার নিজ নির্বাচনী এলাকায় গৌরীপুর স্টেডিয়ামে সকাল ১০টায় তৃতীয় জানাজা শেষে কলতাপাড়া সেবালয় প্রাঙ্গণের নির্ধারিত কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মুজিবুর রহমান ফকিরের লাশ শহরের আকুয়ায় নিজ বাসভবনে নিয়ে আসা হলে এলাকাবাসী, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ৪র্থ ব্যাচের (এম-৪) ফাইনাল ইয়ারে থাকা অবস্থায় একাত্তরে মহান মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। দেশ স্বাধীন হলে এমবিবিএস পাস করার পর যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতে। পরবর্তীকালে সেনাবাহিনীর চাকরি ছেড়ে আশির দশকে সক্রিয়ভাবে যোগ দেন রাজনীতিতে। তিনি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ গত ২০০১, ২০০৮ ও সর্বশেষ ২০১৪ সালের নির্বাচনে একাধারে ৩ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। গত ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার মেয়াদে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এসবের বাইরে তিনি উদীচী, ময়মনসিংহ শাখার সহসভাপতি, বাংলাদেশ ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশন, ময়মনসিংহ শাখার সভাপতি, রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, পেশাজীবী সমন্বয় পরিষদ, ময়মনসিংহ নাগরিক আন্দোলনসহ অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন। রাষ্ট্রপতির শোক ॥ রাষ্ট্রপতি আবদুল হামিদ ময়মনসিংহ-৩ আসন থেকে নির্বাচিত ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের এমপি এবং সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায়, রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর শোক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপটেন (অব) মুজিবুর রহমান ফকিরের মৃত্যুতে সোমবার শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে জাতি একজন দেশদরদী রাজনীতিক এবং আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে। শেখ হাসিনা আরও বলেন, গৌরীপুর তথা ময়মনসিংহের মানুষ চিরদিন এই আওয়ামী লীগ নেতার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। স্পীকারের শোক ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এক শোকবার্তায় বলেন, মুজিবুর রহমান ফকির ছিলেন একজন বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ। আজীবন জনকল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। এদিকে মুজিবুর রহমান ফকিরের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ আ.স.ম ফিরোজ শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রওশন এরশাদের শোক ॥ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এক শোকবাণীতে বলেন, মুজিবুর রহমান ফকিরের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
×