ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিলোমিটারে তিন পয়সা ভাড়া কমানোর প্রস্তাব বিআরটিএর

প্রকাশিত: ০৬:০২, ৩ মে ২০১৬

কিলোমিটারে তিন পয়সা ভাড়া কমানোর প্রস্তাব বিআরটিএর

স্টাফ রিপোর্টার ॥ কিলোমিটার প্রতি বাস ভাড়া ৩ পয়সা কমানোর প্রস্তাব করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। তবে বাস মালিকরা এ প্রস্তাব সমর্থন করছেন না। তারা ভাড়া কমানোর পক্ষে থাকলেও বলছেন, জ্বালানি তেল ছাড়া ২১ খাতে পরিবহনের ব্যয় বেড়েছে। তাই কিলোমিটার প্রতি দুই পয়সা কমানোর প্রস্তাব দিয়েছেন তারা। সব মিলিয়ে সরকার ও মালিক পক্ষের মধ্যে ভাড়া নির্ধারণে পার্থক্য শুরু এক পয়সার। আন্তঃজেলা রুটে পরিবহন ভাড়া কমানোর বিষয়ে দু’পক্ষের এ প্রস্তাব পাঠানো হবে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে। এরপর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শীঘ্রই নতুন বাস ভাড়া কার্যকর করা হবে। সোমবার দুপুরে রাজধানীর এলেনবাড়ীতে বিআরটিএ ভবনে ভাড়া বিশ্লেষণ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। সভায় বাস মালিকরা জানান, শুধু জ্বালানি তেলের দাম কমার কারণে বাস ভাড়া কমালে তারা লোকসানের মুখে পড়বেন। কারণ ভাড়া কমানোর সঙ্গে যন্ত্রাংশের দাম, ভ্যাটসহ আরও ২২ বিষয় জড়িত। এর মধ্যে একটি মাত্র অর্থাৎ জ্বালানি তেলের দাম কমল। বৈঠক শেষে সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সাংবাদিকদের বলেন, আমরা আন্তঃজেলা রুটে ভাড়া কমানোর পক্ষে মতামত তুলে ধরেছি। যাত্রীদের স্বার্থে পরিবহন ভাড়া কমানো হোক। তিনি বলেন, জ্বালানি তেলে প্রতি লিটারে দাম কমেছে তিন টাকা। এই হিসাবে কিলোমিটারপ্রতি তিন পয়সা ভাড়া কমানো হলে সব রুটে মালিকদের লোকসান দিয়ে গাড়ি চালাতে হবে। আমরা চাই মালিকরা ক্ষতিগ্রস্ত যেন না হন। যাত্রী সাধারণও যেন লাভবান হতে পারেন। সার্বিক ব্যয় বিশ্লেষণ করে আনুপাতিক হারে পরিবহন ভাড়া কমানোর দাবি জানিয়ে তিনি বলেন, যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হলে মালিকপক্ষ তা মেনে নেবে। মালিক সমিতির প্রস্তাব প্রতি কিলোমিটারে দুই পয়সা কমানোর কথা উল্লেখ করে প্রস্তাবের পক্ষে যুক্তি হিসেবে তিনি বলেন, ঢাকা-সিলেটের দূরত্ব ২৫০ কিলোমিটার। ৪০ সিটের একটি গাড়ি একবার ঢাকা থেকে সিলেটে গেলে ৭৫ লিটার জ্বালানি তেল খরচ হয়। এই হিসেবে কিলোমিটার প্রতি তিন পয়সা হারে প্রতি যাত্রীর ভাড়া কমে সাড়ে সাত টাকা। ৪০ সিটের কমে ৩০০ টাকা। লিটার প্রতি তিন টাকা হারে হ্রাসকৃত মূল্যে জ্বালানি তেলের দাম হয় ২২৫ টাকা। অর্থাৎ লোকসান হয় ৭৫ টাকা। এছাড়াও ঢাকা-রংপুর রুটে ৩০০ কিলোমিটার রাস্তায় মালিকদের লস হয় ৭৫ টাকা। ঢাকা চট্টগ্রামে লোকসান হয় ৫০ টাকা। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার সোহেল বলেন, আমরা ভাড়া কমানোর পক্ষে। এক্ষেত্রে ২২ উপাদান বিবেচনা করা হয়। কিন্তু এখন তেলের দাম কমেছে বলে অন্যসব উপাদানের দামের বিষয়টি বিবেচনায় নেয়া হবে না এটা হতে পারে না। যখন ভাড়া বাড়ে তখন সার্বিক দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত হয়। তিনি বলেন, আমরা আমাদের প্রস্তাব তুলে ধরেছি। এখন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সরকারের।
×