ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিমান বাহিনীর মেডিক্যাল এ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল উদ্বোধন

প্রকাশিত: ০৪:৪৩, ৩ মে ২০১৬

বিমান বাহিনীর মেডিক্যাল এ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল উদ্বোধন

বাংলাদেশ বিমান বাহিনীর এ্যারোমেডিক্যাল ইনস্টিটিউটে মেডিক্যাল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) উদ্বোধন হয়েছে সোমবার। ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধুতে বাংলাদেশ সামরিক চিকিৎসা সার্ভিসেসের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ রবিউল হোসেন প্রধান অতিথি হিসেবে ম্যাটসের উদ্বোধন করেন। মোট ৩৬ জন প্রশিক্ষণার্থী নিয়ে এই ট্রেনিং স্কুল যাত্রা শুরু করল। বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এয়ার কমোডর মোহাম্মদ মফিদুর রহমান প্রধান অতিথিকে স্বাগত জানান। -আইএসপিআর নীলক্ষেতে দোকান উচ্ছেদ নিয়ে দুই পক্ষ মুখোমুখি, উত্তেজনা স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নীলক্ষেত বাকুশাহ মার্কেট ভেঙ্গে বহুতল ভবন নির্মাণের জন্য দোকান উচ্ছেদ কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। সোমবার সকালে বাকুশাহ হাকার্স মার্কেট সমবায় সমিতি ও বাকুশাহ ভাড়াটিয়া দোকানির মধ্যে মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। পরে বিপুলসংখ্যক পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান শুরু হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে বাকুশাহ হকার্স মার্কেট সমবায় সমিতি উচ্ছেদ অভিযান শুরু করলে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভাড়াটিয়া দোকানিদের অভিযোগ, দোকান উচ্ছেদের বিষয়টি গোপন রেখে সমবায় সমিতি এক মাস আগে সব দোকানির কাছ থেকে স্বাক্ষর নেয়। পরে তারা মৌখিকভাবে এক মাসের সময় বেঁধে দেয় অথচ অধিকাংশ দোকানি তাদের ক্রেতাদের কাছে থেকে বকেয়া টাকা আদায় করতে পারেনি। বাকুশাহ হকার্স মার্কেট সমবায় সমিতির সভাপতি আব্দুল আউয়াল জানান, সকাল ১০টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় মার্কেটের কিছু ব্যবসায়ীকে এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। ব্যবসায়ী সমিতির নেতা আউয়াল জানান, বাকুশাহ মার্কেটে মোট ১ হাজার ২০০টি দোকান রয়েছে। তবে সমিতিতে সদস্য আছেন ২ হাজার ২০০। অধিকাংশ দোকানই ভাড়া দেয়া। তিনি জানান, চার বছর আগে সমিতির সঙ্গে এ জি গ্রিন প্রোপার্টি লিমিটেড নামের একটি ডেভেলপার কোম্পানির চুক্তি হয়। ওই ডেভেলপার কোম্পানি ইতোমধ্যে দোকান মালিকদের সাইনিং মানি দিয়েছে। সমিতির সব সদস্য সে টাকা পেয়েছেন।
×