ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইভেন্স টেক্সটাইলের আইপিও আবেদন শুরু

প্রকাশিত: ০৪:৩৮, ৩ মে ২০১৬

ইভেন্স টেক্সটাইলের আইপিও আবেদন শুরু

বস্ত্র খাতের কোম্পানি ইভেন্স টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেয়ারের জন্য চাঁদা গ্রহণ সোমবার থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১২ মে বৃহস্পতিবার পর্যন্ত। সব ধরনের বিনিয়োগকারীর জন্য এই সময়সীমা প্রযোজ্য। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, বিএসইসির ৫৫৯তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। ১০ টাকা অভিহিত মূল্য বাজারে ১ কোটি ৭০ লাখ শেয়ার ছাড়বে ইভেন্স টেক্সটাইল। যার মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি শেয়ারে। অর্থাৎ প্রতিটি আইপিও অবেদনে শেয়ার হোল্ডারদের ৫ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। আর এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করে মেশিনারিজ ক্রয়, ভবন নির্মাণ, চলতি মূলধন এবং আইপিওর খরচ কাজে ব্যয় করবে কোম্পানিটি। -অর্থনৈতিক রিপোর্টার আমান ফিডের ইপিএস বেড়েছে ৬০ শতাংশ তৃতীয় প্রান্তিক (জুলাই ১৫-মার্চ ১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড লিমিটেড। প্রতিবেদন অনুযায়ী ৬০ শতাংশ ইপিএস বেড়েছে কোম্পানির। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৬১ টাকা, শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে ৫.৪২ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩৩.৩২ টাকা ও ৩২.১৬ টাকা। যা আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২.২৫ টাকা, এনওসিএফপিএস হয়েছিল ৩.৪৮ টাকা এবং ৩০ জুন ২০১৫ পর্যন্ত এনএভিপিএস হয়েছিল ৩৫.৯০ টাকা ও ৩৪.৫০ টাকা। সে হিসাবে আলোচিত সময়ে কোম্পানির ইপিএস বেড়েছে ১.৩৬ টাকা বা ৬০.৪৪ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার
×