ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

একমি ল্যাবরেটরিজের আইপিও লটারির তারিখ নির্ধারণ

প্রকাশিত: ০৪:৩৭, ৩ মে ২০১৬

একমি ল্যাবরেটরিজের আইপিও লটারির তারিখ নির্ধারণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা সংগ্রহ করা ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের আইপিও লটারির ড্রয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১৫ মে সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ঢাকায় অনুষ্ঠিত হবে এ কোম্পানির আইপিও লটারির ড্র। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, বিএসইসির ৫৬৭তম কমিশন সভায় দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডকে বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও অনুমোদন দেয়া হয়। ইলিজিবল ইনভেস্টররা এ কোম্পানির প্রতিটি শেয়ার ৮৫.২০ টাকায় (৭৫.২০ টাকা প্রিমিয়াম) পাবে। এছাড়া সাধারণ বিনিয়োগকারী, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী এবং নন-রেসিডেন্ট বাংলাদেশী (এনআরবি) বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ার কাট-অফ মূল্যের ১০ শতাংশ কমে ৭৭ টাকায় আইপিও আবেদন করেন। আর এ আবেদন ১১ এপ্রিল থেকে শুরু হয়ে ২১ এপ্রিল পর্যন্ত চলে। একমি ল্যাবরেটরিজ ৫ কোটি সাধারণ শেয়ারের মধ্যে ১০ শতাংশ অর্থাৎ ২ কোটি ৫০ লাখ শেয়ার যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (ইলিজিবল ইনস্টিটিউশন ইনভেস্টরস) জন্য এবং ১০ শতাংশ অর্থাৎ ৫০ লাখ শেয়ার মিউচুয়াল ফান্ডের জন্য যার প্রতিটি শেয়ার কাট-অফ মূল্যে অর্থাৎ ৮৫.২০ টাকায় সংরক্ষিত।
×