ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যাংকের বিনিয়োগ সমন্বয় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক

শেয়ার বিক্রি করে সমন্বয় করতে হবে না

প্রকাশিত: ০৪:৩৬, ৩ মে ২০১৬

শেয়ার বিক্রি করে সমন্বয় করতে হবে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ (এক্সপোজার) সমন্বয়ে নীতি সহায়তার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এক জরুরী সংবাদ সম্মেলেনে মুখপাত্র শুভঙ্কর সাহা এ কথা জানান। তিনি আরও জানান, এ কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে দুটি ব্যাংক তাদের ধারণকৃত শেয়ার ও সাবসিডিয়ারি কোম্পানিতে প্রদত্ত ঋণ সাবসিডিয়ারি ক্যাপিটালে রূপান্তরের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় কার্যক্রমও গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শুভঙ্কর সাহা বলেন, পুঁজিবাজারে ব্যাংকসমূহের সোলো ও কনসোলিটেড উভয় ভিত্তিতে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের ঘোষিত নীতি সহায়তার কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে দুটি ব্যাংক তাদের ধারণকৃত শেয়ার ও সাবসিডিয়ারি কোম্পানিতে প্রদত্ত ঋণ সাবসিডিয়ারি ক্যাপিটালে রূপান্তরের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নিকট আবেদন জানিয়েছে। তাদের এ আবেদন দ্রুত বিবেচনা করার প্রয়োজনীয় কার্যক্রমও গ্রহণ করা হয়েছে। অন্য যে দশটি ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ রয়েছে সেসব ব্যাংককে ইতোমধ্যে নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংকের নিকট আবেদনের পরামর্শ দেয়া হয়েছে। তিনি বলেন, তবে ব্যাংক থেকে সাবসিডিয়ারি কোম্পানির মূলধন বৃদ্ধি সংক্রান্ত আবেদন বাংলাদেশ ব্যাংকে প্রেরণের পূর্বে তা সংশ্লিষ্ট ব্যাংক ও সাবসিডিয়ারি কোম্পানির পরিচালনা পর্ষদের অনুমোদনের প্রয়োজন থাকায় এই আবেদন ব্যাংক থেকে আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। ফলে অনুমোদন প্রদানে কিছুটা সময় লাগছে। ব্যাংকসমূহের আবেদনের প্রেক্ষিতে তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় নীতি সহায়তার প্রদানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ত্বরিত অনাপত্তি প্রদান করা হবে। এ ব্যবস্থা গ্রহণের ফলে একদিকে ব্যাংকগুলোর সাবসিডিয়ারি মূলধন বৃদ্ধি পাবে, অপরদিকে তাদের পুঁজিবাজারে বিনিয়োগ সীমা কমে আইনী সীমার মধ্যে নেমে আসছে। এভাবেই সকল ব্যাংকই আইনী সীমার মধ্যে চলে আসবে। তিনি আরও বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সকলকে আশ্বস্ত করছে যে, এ প্রক্রিয়ায় কোন ব্যাংকই তার অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য কোন শেয়ার বিক্রি করতে হবে না। অধিকন্তু ব্যাংকগুলোর সমস্যার ধরন ভিন্ন বিধায় পৃথক পৃথকভাবে তাদের নীতি সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আর অধিকতর বিবেচনার দ্বার উন্মুক্ত রাখার জন্যই এ বিষয়ে এ মুহূর্তে কোন সাধারণ সার্কুলার প্রদানের প্রয়োজন নেই। কোন কোন ব্যাংক এক্সপোজার সমন্বয়ে আবেদন করেছে জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি।
×