ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৯ বিক্ষোভকারী গ্রেফতার

যুক্তরাষ্ট্রে মে দিবসে সহিংসতায় ৬ পুলিশ আহত

প্রকাশিত: ০৪:৩৫, ৩ মে ২০১৬

যুক্তরাষ্ট্রে মে দিবসে সহিংসতায় ৬ পুলিশ আহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বৃহত্তম শহর সিয়াটলে মে দিবসের মিছিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ছয় পুলিশ আহত হয়েছেন। রবিবার রাতের এ ঘটনায় নয় বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানায়, উচ্ছৃঙ্খল বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ও ককটেল ছুড়ে মেরেছে এবং দোকানপাটের জানালা ভাংচুর করেছে। খবর ওয়েবসইটের। প্রতিবছর মে দিবসে বিক্ষোভকারীরা শ্রমিকদের ইস্যু ও অভিবাসনের মতো বিষয় নিয়ে মিছিল করে। তবে যুক্তরাষ্ট্রজুড়ে উপলক্ষটিকে পুলিশী সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের জন্যও ব্যবহার করা হয়। সিয়াটলের মেয়র এড মুরে মে দিবসের অভিবাসন মিছিলে যারা যোগ দিয়েছিলেন তারা এ সহিংসতার সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানিয়েছেন। তিনি ‘দায়িত্বজ্ঞানহীন সহিংসতার’ জন্য ‘অন্যদের’ দায়ী করেছেন। ট্যুইটারে পোস্ট করা এক বিবৃতিতে সিয়াটল পুলিশ বিভাগ জানিয়েছে, বিক্ষোভকারীদের ছোড়া ককটেলের আঘাতে এক পুলিশ কর্মকর্তা মাথায় আঘাত পেয়েছেন, অপর একজন নিক্ষেপ করা পাথরের আঘাতে আহত হয়েছেন। তৃতীয় আরেক পুলিশ কর্মকর্তাকে ‘বিক্ষোভকারীরা’ পিটিয়েছেন বলে জানানো হয়। আহত অন্য দুই পুলিশ কর্মকর্তার আঘাতের বিবরণ দেয়া হয়নি। পরিস্থিতি শান্ত হয়ে আসার পর নগরীর পুলিশ প্রধান কাথলিন ও’টুল আহত পুলিশ কর্মকর্তাদের কারও আঘাতই গুরুতর নয় বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘হামলা শুরু হওয়ার পর সম্পদের ক্ষয়ক্ষতি করা শুরু করলে তখনই আমরা এ্যাকশনে যাই। এটি স্বাভাবিক প্রক্রিয়া।’ এসব ঘটনায় এক কিশোরীসহ ২০ থেকে ৩২ বছর বয়সী আট ব্যক্তিকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ১৬ বছর পর দুই মার্কিন পর্বতারোহীর লাশের সন্ধান তুষার ধসে নিখোঁজ হয়ে যাওয়ার ১৬ বছর পর হিমালয় পর্বতের একটি হিমবাহে দুই মার্কিন পর্বতারোহীর লাশ পাওয়া গেছে। বিশ্বখ্যাত পর্বতারোহী এ্যালেক্স লো তার ক্যামেরাম্যান ডেভিড ব্রিজেসকে নিয়ে ১৯৯৯ সালে তিব্বতের শিশাপাংমা পর্বতে আরোহণের সময় তুষারচাপা পড়েন। বরফে জমাট অবস্থায় গত সপ্তাহে এই দুই পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির। এ্যালেক্স লো ১৯৯৯ সালের অক্টোবরে পর্বতারোহীদের একটি দলের সঙ্গে তিব্বতে অবস্থিত হিমালয়ের ২৬,২৯০ ফুট উচ্চতার পর্বত শিখর শিশাপাংমায় আরোহণ শুরু করেছিলেন। -বিবিসি
×