ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মাইক্রো থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ০৪:৩১, ৩ মে ২০১৬

চট্টগ্রামে মাইক্রো থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে দুটি পৃথক মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে সোমবার সকালে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৮ হাজার, এর আগে রবিবার রাতে আরেকটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তিন জন হলেন, মাইক্রোবাস চালক মোঃ এখলাস (৩৫), ফজল করিম (২৭) ও খায়রুল বশর (৩০)। এদের মধ্যে এখলাসকে সোমবার সকালে লোহাগাড়া থানা পুলিশ এবং অপর দুই জনকে রবিবার ভোর রাতে চান্দগাঁও থানা পুলিশ গ্রেফতার করে। তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। উপকূলবাসীকে রক্ষার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উপকূলীয় অঞ্চলে বসবাসকারীদের সাগর ও নদী ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে কক্সবাজারে কর্মরত এনজিও জোটের প্রতিনিধিরা। এনজিও জোটের পক্ষে কোস্ট ট্রাস্টের আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে কক্সবাজারে কর্মরত বিভিন্ন এনজিও সম্মিলিতভাবে অংশগ্রহণ করে। উপকূলীয় ভূমি ও মানুষের জীবন জীবিকা রক্ষায় সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত বাজেট বরাদ্দ দিয়ে নদী ও সমুদ্র ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। গৃহবধূর আত্মহত্যা! স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ভারতীয় টিভি সিরিয়াল দেখতে না পেরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে টুম্পা রায় (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার ভোরে নগরীর ১৬ নম্বর বাগমারা ঈদগাহ লেনের ভাড়া বাড়িতে তিনি আত্মহত্যা করেন। টুম্পার স্বামীর নাম ভবতোষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। যুবকের দ- নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২ মে ॥ উত্তম গাঙ্গুলী নামের এক যুবককে ৬ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সোমবার দুপুরে তাকে এ দ- প্রদান করা হয়। ওই দিন তাকে বাউফল থানার পুলিশ কাগুজীপুল এলাকা থেকে গাঁজাসহ গ্রেফতার করে। পাইপ লাইন উদ্বোধন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের পাইপ লাইন স্থাপনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সোমবার এই কাজের উদ্বোধন করেন। প্রকল্পটি বাস্তবায়ন করবে চীনা প্রতিষ্ঠান চায়না পেট্রোলিয়াম পাইপ লাইন ব্যুরো। সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২ মে ॥ সিদ্ধিরগঞ্জে ওয়াসার পানি সরবরাহের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রবিবার বিকেল ৫টায় নারয়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের গোদনাইল এনায়েতনগর এলাকায় কয়েক শ’ নারী-পুরুষ পানিশূন্য কলস, বালতি নিয়ে এ বিক্ষোভ ও মানববন্ধন পালন করে। খাদ্য কর্মকর্তা গ্রেফতার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বারো বছরের এক শিশু গৃহকর্মীর ওপর যৌন নির্যাতনের অভিযোগে রংপুরের মিঠাপুকুর উপজেলা খাদ্য কর্মকর্তা খাদেমুল ইসলাম হিরুকে গ্রেফতার করেছে রংপুর থানা পুলিশ। রবিবার বিকেলে পুলিশ রংপুরের নগরীর ধাপ সাগরপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হিরু কুড়িগ্রাম জেলার নাজিরা খেজুরেরতল গ্রামের মৃত আব্দুর রউফ ম-লের ছেলে। তাকে সোমবার আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়। মাগুরায় মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২ মে ॥ সারাদেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সোমবার দুপুরে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাগুরা প্রেসক্লাবের সামনের সড়কে সচেতন নাগরিক সমাজ-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সদস্য সচিব শরীফ আমিরুল হাসান বুলু, টিভি জার্নলিস্ট এ্যাসোসিয়েশনের আহ্বায়ক অলোক বোস। কৃষক সমিতির বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২ মে ॥ কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিদ্যুত ও ডিজেলের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষক সমিতি ঠাকুরগাঁও সমিতি। সোমবার দুপুরে কৃষক সমিতি একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। রাজিবপুরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ জেলার রাজিবপুর উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে জোবায়েদ হোসেন (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয় নিহতের চাচা আব্দুল বারী (৩৫)। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজিবপুর সদর ইউনিয়নের শীবেরডাঙ্গী নামক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ভাতিজা মিলে কাঁচা বাঁশ দিয়ে বাড়িতে টেলিভিশিনের এন্টিনার সংযোগ দেয়ার চেষ্টা করে। এ সময় এন্টিনার বাঁশটি হঠাৎ বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত ও একজন আহত হন। পরে স্থানীয়রা উভয়কে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চট্টগ্রামে সাত ডাকাত গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার ভোর রাতে নগরীর নতুন রেলস্টেশন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৩টি ছোরা, ৩টি মোবাইল, ১টি শাবল, ২টি লোহার রড উদ্ধার করা হয়েছে। গ্রেফতার সাত ডাকাত হলেন শুক্কুর (২৮), মোকতার (৩০), নবী হোসেন (৩০), মনসুর আলী (২২), সজিব (১৮), বাহাদুর (২২) ও রুবেল (১৮) । ১১ কম্পিউটার চুরি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যায়ের ১১টি কম্পিউটার চুরি হয়েছে। রবিবার ভোর রাতে ২ জনের একটি চোরের দল এ কম্পিউটার চুরি করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, রবিবার ভোর রাত চারটার দিকে দুই জনের একটি চোর দল গাছ বেয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। এ সময় নাইট গাট সেকান্দার আলী তাদের দেখে ফেললে সেকান্দারকে বেদম মারধর করে তাকে বেঁধে রেখে বিদ্যালয়ে দক্ষিণ পাশের ভবনের ২য় তলায় কম্পিউটার রুমের তালা ভেঙ্গে চোরের দল ৫টি সিপিইউ, ৬টি মনিটর ও ৬টি কম্পিউটারের হার্ডড্রিস্ক ও র‌্যাম্পসহ অন্যন্য যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। যুবকের ৬ মাসের কারাদ- নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২ মে ॥ ফুলছড়ি উপজেলায় যৌন হয়রানির দায়ে পাপুল মিয়া (১৮) নামে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর বুড়াইল গ্রামের ফারুক মিয়ার পুত্র। রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ রায় প্রদান করেন। অভিভাবক সমাবেশ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ছাত্রছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়ন, বিদ্যালয় থেকে পলায়ন রোধ, শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, নৈতিকতা গঠনের লক্ষ্যে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্ব কর্তব্য বিষয়ক এক অভিভাবক সমাবেশ সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সৈকত গুহ পিকলু। বিষ দিয়ে মাছ নিধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২ মে ॥ নওগাঁর রাণীনগরে পুকুরে বিষ দিয়ে প্রায় ৬ লাখ টাকার পোনা মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার আনালিয়া খলিশাকুড়ী গ্রামে। জানা গেছে, ওই গ্রামের একরামুল ম-লের ছেলে নয়ন ম-ল মসজিদের প্রায় সাড়ে ৩ বিঘা জলার একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ শুরু করে। নয়ন ম-ল ওই পুকুরে শিং মাছের পোনা মাছ ছাড়ে। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২ মে ॥ সদর উপজেলার মেদনী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হচ্ছে ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে কবিতা (৬) ও বারহাট্টা উপজেলার ইসলামপুর গ্রামের রঞ্জু মিয়ার মেয়ে জান্নাতুল (৭)। তারা একে অপরের খালাত বোন। রবিবার রাত সাড়ে আটটার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশু দুইটির মরদেহ উদ্ধার করা হয়।
×