ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লাল নিশানায় রক্ষা পেল দুটি ট্রেন

প্রকাশিত: ০৪:৩১, ৩ মে ২০১৬

লাল নিশানায় রক্ষা পেল দুটি ট্রেন

স্টাফ রিপোর্টার রাজশাহী ॥ স্থানীয়দের বুদ্ধিমত্তায় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে দুইটি ট্রেন। এর মধ্যে একটি ট্রেন মালবাহী এবং অপরটি যাত্রীবাহী। লাল নিশানার সংকেত পাওয়ার পর চালক ট্রেন থামিয়ে দেয়ায় রক্ষা পেয়েছে ৫০০ যাত্রীর প্রাণ। রবিবার বিকেলে কালবৈশাখীর তা-বের পর এ ঘটনা ঘটে। জানা যায়, রাজশাহী মহানগরীর ওপর দিয়ে বয়ে যাওয়া অল্প সময়ের এ ঝড়েই বহু গাছপালা ভেঙ্গে পড়ে। এর মধ্যে নগরীর কাদিরগঞ্জ ও ভদ্রা এলাকায় দুটি গাছ ভেঙ্গে পড়ে রেললাইনের ওপর। গাছগুলো ভেঙ্গে পড়ার পর বেশ কিছুক্ষণ ওই অবস্থাতেই ছিল। পরে ওই দুই এলাকা দিয়ে দুটি ট্রেন আসতে দেখে লাল নিশানা উড়িয়ে স্থানীয় জনগণ ট্রেন দুটিকে থামান। রিক্সা বিতরণ স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ বারো অসচ্ছল রিক্সা শ্রমিককে একটি করে রিক্সা দিয়েছেন শিল্পপতি সাবেক সংসদ সদস্য জেলা জাপার সভাপতি জাফর ইকবাল সিদ্দিকী। রবিবার দিবসের বিকেলে শহরের মাধারমোড়ের জেলা জাতীয় পার্টির অফিস চত্বরে এই রিক্সা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলী বুলু, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, শাহজাহান চৌধুরী, নাজমা শারমীন মিতু প্রমুখ। মরা পশুর মাংস বিক্রির দায়ে জেল নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২ মে ॥ রবিবার সকালে নওগাঁর সাপাহারে রুগ্ন ও মরা ভেড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টার দায়ে শফিকুল ইসলাম (৫২) নামে এক কসাইয়ের ১৫ দিনের বিনাশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত কসাই উপজেলার তাজপুর গ্রামের মৃত অলিমুদ্দীনের পুত্র। এ ঘটনার বাদী লালমাঠি গ্রামের মৃত খলিল শেখের পুত্র আলম শেখকে (৩৫) চোলাইমদ পান করার অপরাধে তাকেও ৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।
×