ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১০ বিশিষ্ট ব্যক্তির মৃত্যু পরোয়ানা

প্রকাশিত: ০৪:৩০, ৩ মে ২০১৬

১০ বিশিষ্ট ব্যক্তির মৃত্যু পরোয়ানা

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২ মে ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, এমপি, রাজনৈতিক নেতা ও পাঁচ সাংবাদিকসহ ১০ বিশিষ্টজনকে কিলিং মিশনের তালিকা দিয়ে নাটোর প্রেসক্লাবে চিঠি দিয়েছে ইসলামী লিবারেশন ফ্রন্ট (আইএলএফ)। সোমবার বেলা দেড়টার দিকে ডাক পিয়ন চিঠিটি দিয়ে চলে যায়। নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা জানান, রাজশাহীর কোন এক পোস্ট অফিস থেকে আইএফএল রাজশাহী শাখার নামে বুকিং দেয়া বাঁশপাতার খামে পাঁচ টাকার ডাকটিকিট লাগানো কম্পিউটার কম্পোজ করা চিঠিটি সভাপতি/সম্পাদক নাটোর প্রেসক্লাব বরাবর পাঠানো হয়। ইসলামী লিবারেশন ফ্রন্ট (আইএলএফ) বাংলাদেশের প্যাডে লেখা চিঠিতে বলা হয়েছে, আমাদের কিলিং মিশনে যারা আছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ, সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, সাংবাদিক শিবলী নোমান, সাংবাদিক আনু মোস্তফা, সাংবাদিক কাজী শাহেদ, মুক্তিযোদ্ধা বরজাহান আলী শাহজাহান, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী ও দৈনিক শানসাইন পত্রিকার সম্পাদক ইউনুস আলী। তাপস হত্যা মামলার চার্জশীট চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাঞ্চল্যকর তাপস হত্যাকা-ের অভিযোগপত্র দাখিল করা হয়েছে সোমবার। চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেটের আদালতে অভিযোগপত্রটি জমা দেয়া হয়। পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই) হত্যাকা-ের ১৭ মাস এবং দায়িত্ব নেয়ার ৮ মাসের মাথায় এই অভিযোগপত্র দাখিল করল। অভিযোগপত্রে মূল খুনী হিসেবে চিহ্নিত করা হয়েছে চবি ছাত্রলীগের সাবেক উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান আশাকে। এ ছাড়াও ২৯ জনের নামে অভিযোগপত্র তৈরি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, ‘আমরা ঘটনার সময় প্রত্যক্ষদর্শী ছাত্র, আহতদের জবানবন্দী নিয়েছি। এ ছাড়াও তাপসের শরীর থেকে একটি বুলেট বের করা হয়। ব্যালিস্টিক রিপোর্টে দেখা যায় ৭ দশমিক ৬৮ ক্যালিবারের পিস্তলের গুলিতেই তার মৃত্যু হয়েছে।
×