ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বজ্রপাতে মৃত্যু তিন

কালবৈশাখীতে নিহত ৬

প্রকাশিত: ০৪:২৯, ৩ মে ২০১৬

কালবৈশাখীতে নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ রবিবার সন্ধ্যায় সারাদেশের ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী। অনেক জেলায় এটি ছিল মৌসুমের প্রথম কালবৈশাখী। গাছ উপড়ে, দেয়াল ধসে ও বিলবোর্ড ভেঙ্গে পড়ে ঝড়ের সময় নিহত হয়েছে ৬ জন। আহত হয়েছে অন্তত ২৫ জন। নৌকাডুবিতে নিখোঁজ হয়েছে তিনজন। এছাড়া বজ্রপাতে মারা গেছে তিনজন। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : মুন্সীগঞ্জ ॥ রবিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের তা-বে দুই জন নিহত ও পাঁচ জন আহত হয়। এছাড়া বিভিন্ন সড়কের পাশের বৈদ্যুতিক পোল ও গাছ উপড়ে যান চলাচল বিঘ্নিত হয়। কাঁচা ঘরবাড়ি উপড়ে যায়। ফসলের ক্ষতি হয়। বিভিন্ন এলাকায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। জেলা শহর মুন্সীগঞ্জে ১৭ ঘণ্টা বিদ্যুত বন্ধ ছিল। সিরাজদিখান উপজেলার নাটেশ্বর গ্রামের নূর হোসেনের ছেলে শহিদ (৪২) ঝড়াতঙ্কে স্ট্রোক করে মারা যায় ও সিরাজদিখান উপজেলার বালুচর শ্যামল ছায়া প্রকল্পের কাছে দেয়াল ধসে নারায়ণগঞ্জ জেলার কানাই নগরের রিঙ্কু মিয়া (৩২) ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া বালুচর দিয়ে নারায়ণগঞ্জে তাদের নিজ বাড়িতে যাওযার পথে দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে নারায়ণগঞ্জের কানাই নগরের রতন বারি (৩১), ফতুল্লা থানার ডিগ্রিরচর গ্রামের বাতেন ও ডিগ্রিরচরের হুমায়ুন কবির (৩৩)। মানিকগঞ্জ ॥ রবিবার বিকেলে ঝড়ের কবলে পড়ে পাটুরিয়া ফেরি ঘাটের কাছে যমুনা নদীতে বালু বোঝাই ইঞ্জিন চালিত নৌকাডুবির ঘটনায় এখনও দুই আরোহী নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। নিখোঁজ দুজন হচ্ছেন নৌকার চালক রহিজ প্রামাণিক ও আরোহী কুদ্দস প্রামাণিক। নারায়ণগঞ্জ ॥ শীতলক্ষ্যা নদীর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী নৌকা উল্টে রাকিব (১৫) নামের কিশোর নিখোঁজ রয়েছে। রবিবার রাতে এই ঘটনা ঘটলে রাত থেকে নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ তাকে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করে। নিখোঁজ রাকিব বন্দর উপজেলার র‌্যালি বাগান এলাকার আব্দুল কাদিরের ছেলে। লক্ষ্মীপুর ॥ কমলনগর উপজেলার পাটারীহাটে মেঘনা নৌকাডুবিতে আরশাদ (২) নামে এক শিশু নিহত হয়েছে। ঝড়ে মেঘনা নদীতে তিনটি জেলে নৌকা ডুবে যায়। এতে মাঝিসহ পরিবারের ৭জন নদীতে ডুবে গেলেও অন্যরা সাঁতরে প্রাণে বেঁচে গেলে শিশুটি মারা যায়। নিহতের বাবার নাম শাহআলম। কুমিল্লা ॥ কালবৈশাখী ঝড়ের তা-বে রবিবার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ে উপড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থানের গাছপালা, বিনষ্ট হয়েছে ফল-ফলাদি, জমির ফসল ও ঘরের চালাসহ অনেক স্থাপনা। এছাড়া ঝড়ে গাছচাপা পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার ঝুমুর এলাকায় রবিবার সন্ধ্যায় ঝুমুর গ্রামের আবদুর রশিদ (৭০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। নরসিংদী ॥ কালবৈশাখী ঝড়ে মোবাইল ফোন টেলিটকের বিলবোর্ড ভেঙ্গে পড়ে আওলাদ হোসেন (২৫) নামে পরিবহন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছে। নরসিংদী নতুন বাসস্ট্যান্ড এলাকায় রবিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে । মাগুরা ॥ গাছের ডাল মাথায় ভেঙ্গে পড়ে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে জেলার শালিখার শতখালী নামক স্থানে মোটরসাইকেলে করে আসার সময় মাথায় গাছের ডাল মাথায় ভেঙ্গে পড়ে রিয়া বিশ্বাস (১৫) নামে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তার বাবা সজল বিশ্বাস আহত হয়েছেন। তাদের বাড়ি মাগুরা সদর উপজেলার সিরিজদিয়া গ্রামে । নিহত রিয়া ৮ম শ্রেণীর ছাত্রী। সিরাজগঞ্জ ॥ চৌহালীতে যমুনা নদীতে ১০৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন উপজেলা রক্ষা বাঁধের পাদদেশে ২ কিলোমিটার এলাকায় ধস নেমেছে। রবিবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে সৃষ্ট বর্ষণে নদীর পানি ফুলে ফেঁপে এ ধস নামে। এতে নির্মাণাধীন ওই বাঁধটির পাদদেশে প্রায় ৫-৬ মিটার করে জিওব্যাগ নদীগর্ভে বিলীন হয়েছে। বরিশাল ॥ রবিবার সন্ধ্যায় তিন মিনিটের আকস্মিক দমকা হাওয়ায় গাছপালা ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বার্থী এলাকায় দমকা হাওয়ায় গাছ উপড়ে পড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দু’ঘণ্টাব্যাপী চেষ্টায় গাছ কেটে মহাসড়ককে যানজটমুক্ত করে। রাজশাহী ॥ টানা তাপ প্রবাহের পর মৌসুমের প্রথম কালবৈশাখী হানা দেয় রাজশাহীতে। রবিবার বিকেলে কয়েক মিনিটের আচমকা ঝড়ে রাজশাহী নগরীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নগরীর বেশকিছু এলাকায় গাছ উপড়ে পড়ে সড়কে। এতে যানচলাচল ব্যাহত হয়। ঝড়ে নগরীর সাগরপাড়া এলাকায় নবনির্মিত পাঁচতলা ভবন হেলে গেছে। শরীয়তপুর ॥ রবিবার রাতে প্রচ- কালবৈশাখী ঝড়ে শরীয়তপুর শহরের সিভিল সার্জনের বাসভবনের গাছপালা উপড়ে পড়াসহ সদর উপজেলার তুলাসার, হুগলী, বিনোদপুর, বাইশরশি, স্বর্ণঘোষ, পশ্চিম চররোসন্দি গ্রামের অর্ধ-শত কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে আহত হয়েছে অন্তত ১০ জন। হবিগঞ্জ ॥ সদর উপজেলাধীন আটঘরিয়া গ্রামে বজ্রপাতে রুবেল (১৬) নামে কৃষক পরিবারের সন্তানের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে রুবেল হাওড় এলাকায় ধান কাটছিল। এ সময় আকস্মিক বজ্রপাতের আঘাতে সে গুরুতর আহত হয়। কক্সবাজার ॥ টেকনাফে বজ্রপাতে দুইজনের মৃত্যু ঘটেছে। আহত হয়েছে একজন। রবিবার রাত সাড়ে ১২টায় ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেÑ টেকনাফে হোয়াইক্যং ঝিমংখালীর চিংড়িঘেরে আব্দুল গফুরের ছেলে রবিউল আলম (১৫) ও উত্তর জালিয়াপাড়ার মৃত ছৈয়দ আহমদের ছেলে সিরাজ মিয়া (৩০)। ঈশ্বরদী ॥ রবিবারের কালবৈশাখী ঝড়ে ঈশ্বরদী অঞ্চলের লিচু ও আমবাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। এমনিতেই এবার লিচুর উৎপাদন কম হয়েছে। তার ওপর তীব্র তাপদাহ আর প্রচ- রোদের মধ্যে বৃষ্টি না হওয়ায় গাছ থেকে অনেক লিচু ঝরে পড়ে চাষিরা ক্ষতির শিকার হয়। ঝালকাঠি ॥ রবিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড় ২৫ মিনিট স্থায়ী হয়। সদর ও নলছিটি উপজেলায় দুই শতাধিক ফলদ ও বনজ গাছ উপড়ে পড়েছে। উড়ে গেছে ১০টি ঘরের টিনের চালা। ঝড়ে আম ও সূর্যমুখীর ক্ষতি হয়েছে বলেও জানান ক্ষতিগ্রস্তরা। দাউদকান্দি ॥ কালবৈশাখী ঝড়ে ১৫ দোকান ও শতাধিক কাঁচাঘর-বাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে ঝড়ের সময় একই উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডের ফল বাজারে অগ্নিকা-ে ভাসমান ৫০ দোকানের মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া ॥ নাসিরনগরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামে ও চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল গ্রামে এ ঘটনা ঘটে। আতুকোড়া গ্রামের নুরউদ্দিন মিয়া (২২) ও চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল গ্রামের নূর হোসেনের ছেলে রতন মিয়া (২৮) মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয় । নাটোর ॥ বাগাতিপাড়ায় বজ্রপাতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী আতিকুর রহমান নামে কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার বিরাম ছোটপাকা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আতিকুর রহমান-১৬ একই গ্রামের কামরুল ইসলামের ছেলে।
×