ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাকিল আহমেদ

গুগল সম্মেলনে বাংলাদেশী তরুণ-তরুণী

প্রকাশিত: ০৪:০০, ৩ মে ২০১৬

গুগল সম্মেলনে বাংলাদেশী তরুণ-তরুণী

এক দুর্বার গতিতে এগিয়ে চলছে বিশ্ব তার সঙ্গে তাল মিলিয়ে আছে আমাদের তারুণ্য। গেল মাসে আইবিএ (ওইঅ) টিমের বিশ্ব প্রতিযোগিতায় পুরস্কার অর্জন, ভারতের আইপিলে মুস্তাফিজের কার্টার, বাংলাদেশী বংশোদ্ভ নাদিয়ার রানীর জন্য কেক তৈরি সব মিলিয়ে এক গুচ্ছ শুভ বার্তা। বাংলাদেশী বংশোদ্ভ নাদিয়ার রানীর জন্য কেক তৈরি সব মিলিয়ে একগুচ্ছ শুভ বার্তা। সামনে এগিয়ে যাওয়ার দুর্বার এক প্রেরণা। এসব অর্জনের সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে বাংলাদেশী তিন তরুণের গুগল যাত্রা। আইটি ডেভেলপারদের জন্য বিশ্বের অন্যতম এ সম্মেলনের নাম গুগল আইও। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আগামী (১৮-২০) মে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে বাংলাদেশী তিন তরুণ-তরুণী অংশগ্রহণ করছেন। বাংলাদেশের গুগল ডেভেলপার গ্রুপ কমিউনিটি ম্যানেজার ইশতিয়াজ রেজা ও মাহবুব হাসান এবং কমিউনিটি ম্যানেজার ও ওমেন টেকমেকার রাকসান্দা রুকহাম এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধ্বিত্ব করবেন। ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অনুষ্ঠায় গুগল আইও সম্মেলনে বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১৫০টি দেশের তরুণ ডেভেলপাররা অংশ নিবেন। এ সম্মেলনে উপস্থিত থাকবেন গুগলসহ স্বনামধন্য আইটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মূলত সার্চ ইঞ্জিন গুগল এখন অন্য যেসব ক্ষেত্রে নিজেদের নিত্যনতুন প্রযুক্তি উদ্ভাবন করছে তা তরুণ প্রজন্মকে অবহিত করা এবং সেটি অনুযায়ী প্রশিক্ষণ প্রদান ও সম্মেলনের উদ্দেশ্য। এছাড়া গুগলের বার্ষিক উন্নয়ন ও মূল্যায়ন সম্পর্কে জানতে পারবে উপস্থিত তারুণ্য। এ সম্মেলনে গুগল বিগত বছরগুলোতে কী কী নতুন সেবা নিয়ে উপস্থিত হয়েছে এবং আগামী বছরগুলো এর পরিসর কিভাবে বাস্তবায়িত হবে তার পূর্ণাঙ্গ প্রদর্শনী ও উপস্থাপনা করা হবে। এ সম্মেলনে প্রশিক্ষণ ছাড়াও পরবর্তী বছরে আসন্ন প্রযুক্তি সম্পর্কে অবহিত করা হবে। গুগল সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ইশতিয়াক সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) স্নাতক সম্পন্ন করেছেন। সদ্য গ্র্যাজুযেশন শেষ করা এই প্রতিভাবান তরুণ কাজ করছেন একটি অ্যাপ ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানে। চাকরির পাশাপাশি ইশতিয়াজ বাংলাদেশের গুগল ডেভেলপার গ্রুপের কমিউনিটি ম্যানেজার। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে ইশতিয়াজ অত্যন্ত আনন্দিত। ইশতিয়াকের বহু দিনের স্বপ্ন তিনি গুগলের মতো স্বনামধন্য আইটি প্রতিষ্ঠানে কাজ করবেন। গুগল আইও সামিটে অংশ নেয়ার মাধ্যমে এই ইচ্ছার পথে এক ধাপ এগিয়েছেন বলে মনে করেন ইশতিয়াক। পাশাপাশি এসব সম্মেলনে অংশ নেয়ায় মাধ্যমে জানা বিষয়গুলো প্রশিক্ষণের মাধ্যমে ছড়িয়ে দিতে চান তরুণ প্রজন্মের কাছে। অপর কমিউনিটি ম্যানেজার মাহবুব হাসান একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী। মাহবুব গুগলের ম্যাপ ডেভেলপমেন্টে কাজ করেছেন। গুগল আইওর জন্য নির্বাচিত হয়ে অত্যন্ত আনন্দিত হয়ে অত্যন্ত —-এ তরুণ। এ সম্মেলনের মাধ্যমে নিজেকে এগিয়ে রাখবেন বলে বিশ্বাস করি। এ সফরের অন্যসঙ্গী রাকসান্দা রুকহাম ইতোমধ্যে নারীদের উৎসাহ মূলক বিভিন্ন কর্মকা-ে নিজেকে নিয়োজিত করেছেন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেলিকমিউনিকেশনে স্নাতক ডিগ্রি অর্জন করা রাকসান্দার জন্য গুগল সম্মেলনে যোগ দেয়া এক বিরাট প্রাপ্তি। রাজসান্দা ইচ্ছা এ সামিটের যোগদানের মাধ্যমে অর্জিত জ্ঞান তিনি বাংলার পিছিয়ে পড়া মেয়েদের প্রতিশক্ষণের মাধ্যমে —-করে বুলবেন বর্তমানে বাংলাদেশে ১০ হাজার শিক্ষার্থী গুগল ডেভেলপার কমিউনিটির সঙ্গে যুক্ত। অনুমোদিত ডেভেলপরের সংখ্যা পাঁচ। এসব গ্রুপ দেশের তরুণ সমাজকে গুগলের বিভিন্ন পণ্যের সেবা ও ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বের তবে তাণ মিলিয়ে চলার মতো সক্ষমতা অর্জন করতে সহায়তা করছেন।
×