ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীতে পেট্রোল ঢেলে ও আগুন জ্বালিয়ে স্ত্রী হত্যার চেষ্টা

প্রকাশিত: ০২:৪৬, ২ মে ২০১৬

ঈশ্বরদীতে পেট্রোল ঢেলে ও আগুন জ্বালিয়ে স্ত্রী হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ নেশাখোর স্বামী সাহাবুল আলম তার স্ত্রী ইপিজেড শ্রমিক সালমা বেগমকে(৩০) গলায় গামছা পেঁচিয়ে ও শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে । মুমূর্ষ অবস্থায় সালমাকে রামেক হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে পাকশীর দিয়ার বাঘইল গ্রামে এঘটনা ঘটে । সালমার ছোট ভাই সুমন ও থানা পুলিশ সুত্র জানায়, ব্ঘাইল গ্রামের নুর আলী ঘড়ামির মেয়ে সালমা বেগমের সাথে পাঁচ বছর আগে দিয়ার বাঘইল গ্রামের মোজাহারের নেশাখোর বেকার ছেলে সাহাবুলের বিয়ে হয় । বিয়ের পর এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। সম্প্রতি সালমা ইপিজেডের এ্যাবা কোম্পানীতে চাকুরি নেয় । বেতনের টাকায় তাদের সংসার ভালোই চলছিলো। এর মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে বেতনের টাকা নিয়ে ঝগড়া বিবাদের সৃষ্টি হলে সাহাবুল সালমাকে হত্যার পরিকল্পনা করে। এরই অংশ হিসাবে সে রবিবার রাতে সালমাকে কৌশলে বাড়ির নিকট্স্থ দোকানে ডেকে নিয়ে যায়। সুযোগ বুঝে দোকানের মধ্যে সালমার গলায় গামছা পেঁচিয়ে ও শরীরে পেট্রোল ঢেলে ম্যাচের আগুন জ্বালিয়ে দেয়। মুহুর্তেই তার শরীর ঝলসে যায়। টের পেয়ে বাড়ির লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করে। চিকিৎসকরা জানান, সালমার অবস্থা খুবই আশংকাজনক।
×