ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১০৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন চৌহালী রক্ষা বাঁধের ২ কিমি এলাকায় ধস

প্রকাশিত: ০২:৪৫, ২ মে ২০১৬

১০৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন চৌহালী রক্ষা বাঁধের ২ কিমি এলাকায় ধস

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে ১০৭ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন উপজেলা রক্ষা বাঁধের পাদদেশে (শ্লোপ)প্রায় ২ কিলোমিটার এলাকায় ধস নেমেছে। রবিবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে সৃষ্ট বর্ষণে নদীর পানি ফুলে ফেপে এ ধস নামে। এতে নির্মাণাধীন ওই বাঁধটির পাদদেশে প্রায় ৫-৬ মিটার করে জিওব্যাগ নদীগর্ভে বিলীন হয়েছে। এদিকে বর্ষার আগেই বাঁধে ধস নামায় যমুনা নদীর তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, কালবৈশাখী ঝড়ের সাথে সাথে প্রবল বর্ষণের কারণে নির্মাণাধীন ওই বাঁধটিতে ধস নামে। এতে চৌহালীর উত্তর সীমান্তে চেকিরমোড় থেকে দক্ষিণ দিকে খাস কাউলিয়া গার্লস হাইস্কুল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকার জিওব্যাগ নদীগর্ভে চলে গেছে। এছাড়াও বাঁধের উত্তরদিকে নাগরপুর এলাকায় প্রায় সোয়া কিলোমিটার এলাকায় জিওব্যাগ নদীগর্ভে বিলীন হয়। বাঁধ নির্মাণ তদারকি প্রতিষ্ঠান টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ সাংবাদিকদের জানান, ভাঙ্গন এলাকা পরিদর্শন করা হয়েছে। এছাড়া সকাল থেকেই সেখানে কাজ করা হচ্ছে। আগামী ৬-৭দিনের মধ্যে সংস্কার সম্পন্ন করা হবে। শঙ্কিত হবার কারণ নেই।
×