ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে উপকূলবাসিকে রক্ষার দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ০২:৩৬, ২ মে ২০১৬

কক্সবাজারে উপকূলবাসিকে রক্ষার দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার উপকূলীয় অঞ্চলে বসবাসকারীদের সাগর ও নদী ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন করেছে কক্সবাজারে কর্মরত এনজিও জোটের প্রতিনিধিরা। এনজিও জোটের পক্ষে কোস্ট ট্রাষ্টের আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্টিত মানববন্ধনে কক্সবাজারে কর্মরত বিভিন্ন এনজিও সম্মিলিতভাবে অংশগ্রহস করে। উপকূলীয় ভূমি ও মানুষের জীবন জীবিকা রক্ষায় সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত বাজেট বরাদ্দ দিয়ে নদী ও সমুদ্র ভাংগন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী জানান বক্তারা। এনজিও প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, সরকারের প্রচেষ্টায় স্বল্পকালীন এবং দীর্ঘমেয়াদী বরাদ্দের মাধ্যমে নদী ভাংগন রোধে সিসিব্লক এবং সমুদ্র ভাংগন রোধে সী-ডাইক পদ্ধতিতে বাঁধ নির্মাণ করে ৪ কোটি উপকূলবাসীর সমুদ্র ও নদী ভাংগন থেকে উপকূলীয় ভূমি রক্ষা করা সম্ভব হবে। পরে প্রতিনিধিরা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
×