ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে দর্জি নিখিল হত্যায় দু’টি মামলায় ৬দিন রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ০২:৩৫, ২ মে ২০১৬

টাঙ্গাইলে দর্জি নিখিল হত্যায় দু’টি মামলায় ৬দিন রিমান্ড মঞ্জুর

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের গোপালপুরে দর্জি নিখিল চন্দ্র জোয়াদ্দারকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা দু’টি মামলায় গ্রেফতারকৃত ৩ জনকে পৃথকভাবে ৬দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল গোপালপুর আমলী আদালতের ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাশের আদালতে হাজির করা হয়। এ সময় আসামীপক্ষ দু’টি মামলায়ই তাদের জামিনের আবেদন করলে, আদালত তা নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডকৃতরা হলো- গোপালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী রফিকুল ইসলাম বাদশা (৫০), আলমনগর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও দৈনিক ইনকিলাব পত্রিকার গোপালপুর প্রতিনিধি সাংবাদিক আমিনুল ইসলাম (৩৮) এবং স্থানীয় বিএনপিকর্মী ঝন্টু মিয়া (৩০)। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ আসলাম খান জানান, সংখ্যালঘু এক দর্জি নিখিলকে কুপিয়ে হত্যার ঘটনায় রবিবার সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে উক্ত তিনজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে।
×