ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রেষ্ঠ পুরষ্কার পেলেন তিন তরুণ নির্মাতা

প্রকাশিত: ০০:১২, ২ মে ২০১৬

শ্রেষ্ঠ পুরষ্কার পেলেন তিন তরুণ নির্মাতা

স্টাফ রিপোর্টার ॥ ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত বাংলাদেশের চলচ্চিত্রের বছরব্যাপি প্রতিযোগিতামূলক উৎসব ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব ২০১৫-২০১৬’র সমাপনী আয়োজন শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উৎসবের শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার ৩টিকে প্রয়াত ৩ বরেণ্য ব্যক্তিত্বের নামে প্রবর্তন করা হয়। পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র বিভাগে ‘ঘাসফুল’ চলচ্চিত্রের জন্য ‘জহির রায়হান শ্রেষ্ঠ কাহিনীচিত্র পুরস্কার’ পেয়েছেন নির্মাতা আকরাম খান, প্রামাণ্যচলচ্চিত্র বিভাগে ‘হেফাজতনামা’ প্রামাণ্যচলচ্চিত্রের জন্য ‘আলমগীর কবির শ্রেষ্ঠ প্রামাণ্যচলচ্চিত্র পুরস্কার’ পেয়েছেন নির্মাতা পলাশ রসূল, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘অবরোধ’ চলচ্চিত্রের জন্য ‘বাদল রহমান শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার’ পেয়েছেন নির্মাতা আমিনুর রহমান মুকুল। পুরস্কার হিসেবে এই ৩ নির্মাতা প্রত্যেকে পেয়েছেন সম্মাননা ক্রেস্ট, উৎসব স্মারক এবং ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার ও উৎসবের জ্যেষ্ঠ জুরি সদস্য সৈয়দ সালাহউদ্দিন জাকী, আলোকচিত্রশিল্পী ও চলচ্চিত্রগ্রাহক আনোয়ার হোসেন এবং চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন চলচ্চিত্র শিক্ষক হায়দার রিজভী, চলচ্চিত্র গবেষক অধ্যাপক ফাহমিদুল হক।উৎসবের সমাপনী অনুষ্ঠানের প্রারম্ভিক আলোচনা করেন নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসবের পরিচালক ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সভাপতি বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।
×