ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পোশাক খাতে তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ॥বিশ্বব্যাংক

প্রকাশিত: ২০:২৩, ২ মে ২০১৬

পোশাক খাতে তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ॥বিশ্বব্যাংক

স্টাফ রিপোর্টার ॥ চীনে যদি তৈরি পোশাকের ১ শতাংশ দাম বাড়ে তাহলে যুক্তরাষ্ট্রের (ইউএসএ) বাজারে বাংলাদেশের ১ দশমিক ৩৬ শতাংশ তৈরি পোশাকের চাহিদা বাড়বে। ফলে বাংলাদেশের পোশাক খাতের রফতানি বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে নীতি কৌশল বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের নিরাপত্তা, অধিকার ও রফতানি পণ্য বহুমুখী করণের মাধ্যমে রফতানি বাড়ানো যেতে পারে। সেই সাথে এ্যাপারেল খাতে তিনটি বিষয় গুরুত্ব দিতে হবে। প্রথমত: শ্রমিক ও মধ্যবর্তী ব্যবস্থাপকদের দক্ষতা উন্নয়ন, দ্বিতীয়ত: কারখানার অবকাঠামো উন্নয়ন এবং তৃতীয়ত: সামাজিক ও পরিবেশগত কমপ্ল্যায়েন্স আনতে হবে। বিশ্বব্যাংক ও ‘বাংলাদেশ উন্নয়ন গবেষনা প্রতিষ্ঠান’ (বিআইডিএস)-এর এক যৌথ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। সোমবার রাজধানীর আগারগাঁও-এ বিআইডিএস সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান, সিপিডি’র নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান এবং বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান।
×