ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৬ বছর পর লাশ মিলল দুই মার্কিন পর্বতারোহীর

প্রকাশিত: ২০:০০, ২ মে ২০১৬

১৬ বছর পর লাশ মিলল দুই মার্কিন পর্বতারোহীর

অনলাইন ডেস্ক॥ তুষার ধসে নিখোঁজ হয়ে যাওয়ার ১৬ বছর পর হিমালয় পর্বতের একটি হিমবাহে দুই মার্কিন পর্বতারোহীর লাশ পাওয়া গেছে। বিবিসি বলছে, ১৯৯৯ সালের অক্টোবরে বিশ্বখ্যাত মার্কিন পর্বতারোহী অ্যালেক্স লো পর্বতারোহীদের একটি দলের সঙ্গে তিব্বতে অবস্থিত হিমালয়ের ৮,০১৩ মিটার (২৬,২৯০ ফুট) উচ্চতার পর্বত শিখর শিশাপাঙ্গমায় আরোহণ শুরু করেছিলেন। ওই দলের সঙ্গে ছিলেন ক্যামেরাম্যান ডেভিড ব্রিজেস। বিশ্বের ১৪তম সর্বোচ্চ শৃঙ্গ শিশাপাঙ্গমায় আরোহণের এক পর্যায়ে বিশাল এক তুষার ধসের কবলে পড়ে নিখোঁজ হয়ে যান লো ও ব্রিজেস। গেল সপ্তাহে বরফে জমাটবাঁধা অবস্থায় আটকে থাকা ওই দুই পর্বতারোহীর লাশ দেখতে পান অপর দুই পর্বতারোহী। লোকে (৪০) তার প্রজন্মের অন্যতম সেরা পবর্তারোহী হিসেবে বিবেচনা করা হতো। অন্য বেশ কয়েকজন পবর্তারোহীকে উদ্ধার করে আনার কারণে পবর্তারোহীদের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। শুক্রবার লোর স্ত্রী জেনিফার লো-আঙ্কের তাদের লাশ খুঁজে পাওয়ার কথা ঘোষণা করেন। নতুন স্বামী কনরাড আঙ্কেরকে সঙ্গে নিয়ে প্রয়াত স্বামীর নামে একটি দাতব্য ফাউন্ডেশন পরিচালনা করছেন জেনিফার। লাশ পাওয়ার কথা ঘোষণা করে তিনি বলেন, তারা জমাটবদ্ধ হয়ে আছেন। শিশাপাঙ্গমা অভিযানে লোদের সঙ্গে ছিলেন জেনিফারের বর্তমান স্বামী আঙ্কের। ওই বিপর্যয়ের সময় তিনিও লো ও ব্রিজেসের সঙ্গে ছিলেন। কিন্তু সামান্য আঘাত পেয়ে বেঁচে যান। তিনি ও অন্যান্য পর্বতারোহীরা কয়েকদিন ধরে লো ও ব্রিজেসকে খুঁজে ফিরলেও তাদের সন্ধান পাননি। ২০০১ সালে লোর দুই সন্তানসহ বিধবা জেনিফারকে বিয়ে করেন আঙ্কের। গেল সপ্তাহে পর্বতারোহী ডেভিড গোয়েটলার ও উয়েলি স্টেকের ফোন পেয়ে জেনিফার ও আঙ্কের নেপাল যান। ফোনেই তারা লো ও ব্রিজেসের লাশ পাওয়ার খবর পান। গোয়েটলার ও স্টেকের বলা কথা বর্ণনা করে জেনিফার বলেন, লাশগুলো এখনও নীল বরফে আটকে আছে, তবে আস্তে আস্তে হিমবাহ থেকে বের হয়ে আসছে। লো ও ব্রিজেসের লাশ এখন পর্বত থেকে উদ্ধার করে আনা হবে বলে ধারণা করা হচ্ছে।
×