ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাবনা প্রেসক্লাবের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ১৯:৪৩, ২ মে ২০১৬

পাবনা প্রেসক্লাবের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২ মে ॥ পাবনা প্রেসক্লাবের গৌরব ও ঐতিহ্যের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় প্রেসক্লাব ভিআইপি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। ক্লাব সভাপতি শিবজিত নাগের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক রেখা রানী বালো, জেলা পরিষদ প্রশাসক এম.সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আখিনুল ইসলাম রেমন, ক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক প্রবীন সাংবাদিক আনোয়ারুল হক। আলোচনা শেষে জেলা প্রশাসক রেখা রানী বালো ও জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু কেক কেটে পাবনা প্রেসক্লাবের আনুষ্ঠানিক প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করেন। এর আগে সকাল ১০ টায় পাবনা প্রেসক্লাব থেকে এ বর্র্ণাট্য শোভাযাত্রা বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এ শোভাযাত্রায় জেলা প্রশাসক,সাংবাদিকসহ সর্ব শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, তদানিন্তন পূর্ব পাকিস্তানের মফস্বলের মধ্যে ১৯৬১ সালে প্রথম প্রেসক্লাব পাবনায় প্রতিষ্ঠিত হয়। সে সময় প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, মরহুম আজিজুল হক, সাধারণ সম্পাদক ছিলেন, বিশিষ্ট কলামিষ্ট সাংবাদিক রনেশ মৈত্র। পূর্ব পাকিস্তান সাংবাদিক সমিতিও সে সময় পাবনাতেই প্রথম প্রতিষ্ঠা করা হয়।
×