ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবশেষে স্বস্তির বৃষ্টিতে শান্তির পরশ

প্রকাশিত: ০৩:৪৩, ১ মে ২০১৬

অবশেষে স্বস্তির বৃষ্টিতে শান্তির পরশ

অনলাইন রিপোর্টার ॥ অবশেষে তীব্র তাপদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি পেলো রাজধানীর মানুষ। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল নগরজীবন। সেই গরমের ভাপ উপেক্ষা করে রাজধানী ভিজলো বৃষ্টিতে। রবিবার সন্ধ্যায় স্বস্তির বৃষ্টিতে একটু শান্তির খোঁজ মেলে নগরজীবনে। রাজধানী ছাড়াও এদিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির খবর পাওয়া গেছে। যখন শুধু বৃষ্টির জন্যই অপেক্ষা চলছিল চারদিকে তখন সরকারি ছুটির দিনের শেষভাগে কালবৈশাখীর বৃষ্টিতে ভিজলো রাজপথ। আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরেই বলা হচ্ছিল, বৃষ্টি হতে পারে যেকোন মুহূর্তে। তবে সেই বৃষ্টির দেখা যেন আর মিলছিলই না। রবিবার সকালে আবহাওয়া অধিদফতর জানায়, পাবনা ও বগুড়া অঞ্চলসহ রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’ এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সন্ধ্যার সাথে সাথেই শুরু হয় ধূলিঝড়। দেশের বিভিন্ন স্থান থেকে বৃষ্টির খবর পাওয়া গেলও তখনও বৃষ্টির দেখা মেলেনি রাজধানীতে। তবে সন্ধ্যার পরপরই বৃষ্টি শুরু হয়। বেশ কিছু সময় ধরে মুষলধারে বৃষ্টির পর শহরজুড়ে নেমে আসে শান্তির পরশ। এরপর মেঘ চমকালেও বৃষ্টির তীব্রতা কমে আসে।
×