ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মে দিবসে মতিঝিলে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০১:১৬, ১ মে ২০১৬

মে দিবসে মতিঝিলে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

অনলাইন রিপোর্টার ॥ মে দিবসে রাজধানীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলে কর্মস্থলে দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই নির্মাণ শ্রমিক। রবিবার শ্রম অধিকার দিবসে সাধারণ ছুটির দিনটিতে দিলকুশার নির্মাণাধীন ওই ভবনে কাজ চলছিল। নিহত শ্রমিকদের মধ্যে একজনের নাম স্বপন শেখ (২২) ও আরেকজনের নাম আবদুল হালিম (৩০)। স্বপনের বাড়ি গাইবান্ধা জেলার শাগহাটার কুচুয়া গ্রামে। তাঁর বাবার নাম আমিরুল শেখ। হালিমের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তাঁর বাবার নাম ফজলু মিয়া। দুই শ্রমিকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ৪০ দিলকুশার একটি নির্মাণাধীন ভবনে রড ওঠানোর কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু হয়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক মেশিন দিয়ে ওঠানোর সময় ইলেকট্রিক শক থেকে এই দুর্ঘটনা ঘটেছে। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা আছে।
×