ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রংপুরে মহান মে দিবসের নানা কর্মসূচি

প্রকাশিত: ০১:১৫, ১ মে ২০১৬

রংপুরে মহান মে দিবসের নানা কর্মসূচি

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ শ্রমিক গণজমায়েত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভাগীয় শহর রংপুর মহানগর ও এর আট উপজেলায় মহান মে দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসকরে কার্যালয় থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিন শেষে রংপুর টাউন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। রংপুর জেলা প্রশাসক ও আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে এই র‌্যাালী বের করা হয়। ‘মে দিবসের মর্মবানী, শ্রমিক মালিক ঐক্য জানি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর এলাকায় সকল শিল্পকলকারখানা, যানবাহন বন্ধ রেখে দিবসটি পালনে সকল শ্রমিক সংগঠন এক কাতারে মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মাহবুব-উল-করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন-মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষাড় কান্তি মন্ডল, শ্রমিক লীগ নেতা আব্দুল মান্নান। র‌্যালীতে বিভিন্ন শ্রমিক লীগের সংগঠন অংশ নেয়। এ ছাড়াও জেলা অটো রিক্সা মালিক শ্রমিক সমবায় সমিতি, হোটেল শ্রমিক ইউনিয়ন, স্বর্ণ শিল্পী শ্রমিক সমিতি, দোকান কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নগরীতে পৃথক পৃথকভাবে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের কামারপাড়া বাসস্ট্যান্ডে শ্রমিক গণজমায়েত অনুষ্ঠিত হয়। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশী এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন-সরিক গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. আক্কাস আলী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পরিচালক আনোয়ারুল ইসলাম রাজু, আওয়ামীলগি নেতা কামরুজ্জামান তুহিন। প্রধান বক্তা ছিলেন- জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ। বক্তারা শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে মালিকদের আরো উদার হওয়ার আহবান জানান। এ ছাড়া মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে নারী কর্মজীবী মানববন্ধন পালন করে।
×