ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তীব্র তাপদাহ ও বিদ্যুতের লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন॥ পত্নীতলায় বিদ্যুৎ সাব-ষ্টেশনে হামলা

প্রকাশিত: ২৩:৫১, ১ মে ২০১৬

 তীব্র তাপদাহ ও বিদ্যুতের লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন॥ পত্নীতলায় বিদ্যুৎ সাব-ষ্টেশনে হামলা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁ অঞ্চলে অব্যাহত তীব্র তাপদাহের কারণে জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। অন্যদিকে অসহনীয় গরমের সঙ্গে পাল্লা দিয়ে কয়েক দিন ধরে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং সাধারণ মানুষ অতীষ্ঠ হয়ে উঠেছে। প্রায় একমাস ধরে ওই উপজেলায় চলছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। অব্যাহত তাপদাহ আর বিদ্যুতের লোডশেডিংয়ের কারনে শুক্রবার দিনগত রাতে পত্নীতলা পল্লী বিদ্যুৎ সাব-ষ্টেশনে হামলা চালিয়ে বিদ্যুৎ অফিসের লোকজনকে মারপিট ও মটরসাইকেল ভাংচুর করে উত্তেজিত জনতা। ওই ঘটনার প্রেক্ষিতে শনিবার বিদ্যুৎ অফিসের পক্ষে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় একটি মামরা হয়েছে। এদিকে ভ্যাপসা গরম ও তীব্র তাপদাহে শরীর ফিট রাখতে স্যালাইন, কোমল পানীয়, বেলের সরবত, শসা, তরমুজ, ডাব, পেঁপে, আনারস, লেবু ও আইসক্রীমের কদর বেড়ে গেছে। এসব পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় দামও বেড়ে গেছে। পত্নীতলায় তাপমাত্রা বেড়ে দাড়িয়েছে ৩৯/৪০ ডিগ্রি সেলসিয়াসে। ওই উপজেলায় গত এক মাসের অধিক সময় ধরে পল্লী বিদ্যুতের লোডশেডিং হওয়ায় সকল স্তরের গ্রাহক ভোগান্তির শিকার হচ্ছে। সম্প্রতি বিদ্যুতের লোডশেডিংয়ের ফলে বরফ মিলগুলোতে বরফ উৎপাদন কমে যাওয়ায় মাছের বাজারে ধ্বস নেমেছে। সেই সঙ্গে মিল মালিকদের আর্থিক লোকসান গুণতে হচ্ছে। রাত দিন ১৫/২০ বার বিদ্যুতের লোডশেডিংয়ের ফলে ওই উপজেলাবাসী বাড়িতে থেকেও রক্ষা পাচ্ছেন না। একদিকে প্রচন্ড খরতাপ অন্যদিকে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং থেকে বাঁচতে জেনারেটর, সোলার, আইপিএস চালিয়েও কোন রেহাই পাচ্ছেনাএলাকার মানুষ। এবিষয়ে পত্নীতলা পল্লী বিদ্যুৎ সমিতি নওগাঁ-২ অফিস সূত্রে জানা গেছে, পত্নীতলা উপজেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে ১৮ মেগাওয়াট। কিন্তু বর্তমানে রাতের বেলা ১০ মেগাওয়াট পেলেও দিনের বেলা ৪/৫ মেগাওয়াটের বেশি পাওয়া যায়না। তবে বিদ্যুতের লো ভোল্টেজের কারনে বেশি সমস্যা হচ্ছে।
×