ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রায়পুরে দু’দফা সংঘর্ষে নারীসহ আহত-১২

প্রকাশিত: ২৩:০৭, ১ মে ২০১৬

রায়পুরে দু’দফা সংঘর্ষে নারীসহ আহত-১২

সংবাদদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে বিরোধকৃত জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের দু’দফা রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর জখম নারীসহ ৭জনকে রায়পুর, নোয়াখালী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ও রবিবার দুপুরে পৌর শহরের পীর ফজলুল্লাহ সড়কের ৭নং ওয়ার্ড কেরোয়া গ্রামের এবায়েদ উল্যা ভুইয়া বাড়ীতে। রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন, আব্দুর রশিদ ভুইয়া, নুরুল আমিন মোল্লা, রহিমা আক্তার, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, শাহজাহান, কামাল ও মো. সেলিম হোসেন। অন্যদেরকে স্থানীয় ফার্মেসী ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কেরোয়া গ্রামের এবায়েদ উল্যা ভুইয়া বাড়ীর আব্দুর রশিদ ভুইয়া ও নুরুল আমিনের মধ্যে ৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাতে ওই বিরোধকৃত জমিতে সীমানা প্রাচীর নির্মান করতে যান আব্দুর রশিদ ভুইয়াসহ তার লোকজন । এসময় নুরুল আমিনসহ তার লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয় পক্ষের ৮ জন আহত হন। তাদের মধ্যে ৫জনকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দুপুরে এঘটনা নিয়ে আবারো দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষের নারীসহ প্রায় ৮ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর জখম ৬জনকে রায়পুর, ১জনকে নোয়াখালী ও ১জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আব্দুর রশিদ ভুইয়া ও নুরুল আমিন একে অপরকে দোষারোপ করে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। এঘটনায় ওয়ার্ড কাউন্সিলর শহিদ উল্যা মোল্লা বলেন, বিরোধকৃত জমিটি নিয়ে দু’পক্ষের ঝগড়াঝাটি লেগেই ছিল। প্রতিবারই মিমাংসা করে দেয়া হয়েছিল। এবারো বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করে দেয়ার চেষ্টা করছি। রায়পুর থানার ওসি তদন্ত একেএম ফজলুল হক বলেন, এঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×