ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বিভিন্ন কর্মসূচিতে পালিত হচ্ছে মে দিবস

প্রকাশিত: ২৩:০৩, ১ মে ২০১৬

নীলফামারীতে বিভিন্ন কর্মসূচিতে পালিত হচ্ছে মে দিবস

স্টাফ রির্পোটার,নীলফামারী ॥ ‘মে দিবসের মর্মবানী, শ্রমিক মালিক ঐক্য জানি’ এই শ্লোগানকে সামনে রেখে আজ রবিবার উত্তরের জেলা নীলফামারীতে বিভিন্ন কর্মসূচিতে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন শ্রমিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা, পথসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। তবে মুল অনুষ্ঠানটি হয় নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ মিনার চত্বরে। বেলা ১০ টায় জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে জেলা প্রশাসক জাকীর হোসেন জাতীয় পতাকা উত্তোলন করেন। এখানে বিএনপি ছাড়া প্রতিটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন গুলো ঐক্যবদ্ধ হয়ে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবীবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এসময় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার জাকির হোসেন খাঁন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড: মমতাজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সির্ভিল সার্জেন ডাঃ আব্দুর রশিদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা জাতীয়পার্টির সভাপতি জাফর ইকবাল সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক আতিয়ার রহমান, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিবুদৌলা জকি, শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ন সহ-সভাপতি বজলার রহমান, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তালেব, বাস-মিনিবাস মটর শ্রমিক সমিতির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, ট্রাক-ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রহমান ডালু, জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি জয়নাল আবেদীন, ওয়ার্কাস পার্টির সভাপতি কমরেট তপন কুমার রায়, উত্তরা ছিট হিমাগারের ব্যবস্থাপক শাহিদ মাহামুদ, জেলা সিপিবি’র সভাপতি শ্রীদাম দাস প্রমুখ। আলোচনা শেষে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বড় বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। অপরদিকে নীলফামারী পৌর মাঠে দিবসটি উপলক্ষ্যে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান জামান। এ ছাড়া নীলসাগর গ্রুপ নীলফামারী স্টেডিয়াম থেকে বিশাল র‌্যালী বের করে। জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় মে দিবস পালনের খবর পাওয়া গেছে। এদিকে বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো সাংস্কৃতিক ,বনভোজন ও র‌্যাফেল ড্র এর আয়োজন করেছে।
×