ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাজীপুরে আগুনে পুড়ল পুলিশের বসত ঘর

প্রকাশিত: ২৩:০২, ১ মে ২০১৬

গাজীপুরে আগুনে পুড়ল পুলিশের বসত ঘর

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর ॥ গাজীপুরে মোমবাতির আগুন থেকে অগ্নিকান্ডে শনিবার দিবাগত রাতে এক ট্রাফিক পুলিশের ভাড়া বাড়ির ৬টি বসত ঘরসহ ১১টি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ট্রাফিক পুলিশের ঢাকা (উত্তর বিভাগ)-এ কর্মরত কন্সটেবল মো. আবুল কালাম আজাদ জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ডেগেরচালায় তার ১১কক্ষের একটি বাড়ি রয়েছে। এর একাংশে স্ত্রী-সন্তান নিয়ে তিনি বসবাস করেন। বাড়ির অপর অংশ ভাড়া দেয়া হয়েছে। শনিবার দিবাগত রাতে বিদ্যুৎ চলে গেলে বাড়ির এক ভাড়াটিয়া প্লাস্টিকের টেবিলের উপর মোমবাতি জ্বালিয়ে রেখে গরমের মধ্যে বাতাস খেতে বাইরে যান। এসময় মোমবাতি থেকে আগুন প্লাস্টিকের টেবিল ও পাশে টানানো রশিতে থাকা কাপড়-চোপড়ে ধরে যায়। মূহুর্তে আগুন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং আশে-পাশে ছড়িয়ে যায়। আগুনে ৬টি কক্ষ ও কক্ষে থাকা সকল মামলামাল পুড়ে গেছে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, পুলিশ কনস্টেবলের বাড়ির ওই আগুন পাশ্ববর্তী নজরুল ইসলামের ভাড়া বাড়িতেও ছড়িয়ে পড়ে এবং ওই বাড়িরও ৫টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে। এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি বলে ওই কর্মকর্তা প্রাথমিকভাবে ধারণা করছেন।
×