ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য কর্মসূচীর মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত

প্রকাশিত: ২২:৩১, ১ মে ২০১৬

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য কর্মসূচীর মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ মহান মে দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরে রবিবার বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে দুপুরে এক আলোচনা সভা কালেক্টরেট ভবন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কংকন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাছিম মিয়া, জেলা শ্রমিক লীগ সভাপতি অধ্যাপক নুরুল হুদা বকুল, সাধারণ সম্পাদক শামছুল আলম, শ্রমিক নেতা শামছুদ্দোহা মিস্টার, হেলালউদ্দিন, মো. শাহআলম, মামুনুর রহমান, এনজিও কর্মী আসাদুজ্জামান প্রমুখ। এর আগে সকালে শহরের উত্তর তেমুহানী ট্রাফিক চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
×