ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রাথওয়েট ১ বলে ১৪ রান দিলেন!

প্রকাশিত: ২২:০২, ১ মে ২০১৬

ব্রাথওয়েট ১ বলে ১৪ রান দিলেন!

অনলাইন ডেস্ক॥ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কার্লোস ব্রাথওয়েটের চার বলে চার ছক্কা এক রূপকথার গল্প। কিন্তু শনিবার ১ বলে ১৪ রান দিয়ে বোলার ব্রাথওয়েট হলেন বিব্রত! দিল্লি ডেয়ারডেভিলসের এই অল রাউন্ডার ব্যাট হাতে ১১ বলে ৩৩ রান দিয়েছিলেন দলকে। দল হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু বল হাতে বিপত্তিতে পড়েন এই ক্যারিবিয়ান। দশম ওভারে বল করছিলেন ব্রাথওয়েট। প্রথম ৫ বলে ৮ রান দিলেন। শেষ বলে দিলেন ১৪ রান! ওভারে ২২। তার ষষ্ঠ বলটি ব্যাটসম্যান সূর্যকুমার যাদব পুল করে ২ রান নেন। এখানেই ওভার শেষ হওয়ার কথা। কিন্তু আম্পায়ার 'নো' ডাকলেন। কারণ, এই সময়ে ৫ জন ফিল্ডারের ৩০ গজের বাইরে থাকার কথা। ব্রাথওয়েটের এক সতীর্থ ডেলিভারির সময় আউটফিল্ড থেকে ইনফিল্ডে ঢুকতে ভুলে গেলেন! ফ্রি হিট। এবার আরো বাজে অবস্থা। ব্রাথওয়েটের হাত থেকে বল ছুটে গেলো। কোমর উচ্চতায় বল। সেটি লেগ সাইড দিয়ে বেরিয়ে যায়। উইকেটকিপার কুইন্টন ডি কক বল ধরতে ব্যর্থ। বাউন্ডারি। ৫ রান। কোনো বৈধ বল হওয়ার আগেই এলো ৮ রান! দুঃস্বপ্নের তখনো বাকি ব্রাথওয়েটের। তার স্লোয়ার বলকে লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকালেন যাদব। ওভার শেষ হলো। দুই রান যোগ নো বল (৩), নো বলে বাউন্ডারি (৫) এবং শেষে সর্বোচ্চ শট (৬) মিলিয়ে হয়ে গেলো ১৪! এবং তা ১ বলে!
×