ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে পুলিশ দেখে আত্মহত্যা

প্রকাশিত: ২১:০৯, ১ মে ২০১৬

কক্সবাজারে পুলিশ দেখে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার শহরে পুলিশের হাতে ধরা না দিতে মাদকাসক্ত এক যুবক নিজ শরীরে নিজেই ছুরি মেরে আত্মহত্যা করেছে। নিহত যুবকের নাম মো: আলমগীর আলম শহরের বার্মিজ মর্কেট এলাকার মরহুম এ্যাডভোকেট মোস্তাক আহাম্মদের পুত্র। তার নিটক আত্মীয়রা জানান, আলমগীর ১০ বছর ধরে মাদকাসক্ত ছিল। তার বিরুদ্ধে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলায় ওয়ারেন্ট আছে। শনিবার বিকেলে একদল পুলিশ তাকে গ্রেফতার করতে তার বাড়িতে আসলে পুলিশ দেখে সে দৌঁড়ে ঘরে প্রবেশ করে দরজা আটকে দেয়। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেলে দরজা ভেঙ্গে দেখা যায় সে রক্তাক্ত হয়ে পড়ে আছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাতে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, তার পরিবারের দেয়া তথ্য মতে তাকে গ্রেফতার করতে গেলে সে পুলিশ দেখে ভয়ে ঘরের ভেতরে গিয়ে অনাকাঙ্খিত ঘটনা করেছে।
×