ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জঙ্গিবাদ রুখতে শ্রমিকদের এগিয়ে আসতে হবে ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ২০:৫৩, ১ মে ২০১৬

জঙ্গিবাদ রুখতে শ্রমিকদের এগিয়ে আসতে হবে ॥ নৌমন্ত্রী

অনলাইন রিপোর্টার॥ হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান রুখতে শ্রমিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। মে দিবস উপলক্ষে রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে সাম্প্রতিক যেসব হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান দেখা যাচ্ছে, তা রুখতে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। যখন দেশের শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এমন সময় একাত্তরের পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বর্তমান সরকারকে শ্রমিকদের সরকার অভিহিত করে এই আওয়ামী লীগ নেতা বলেন, এ সরকারই দেশের উন্নয়ন অব্যাহত রেখে শ্রমিকদের বেতন দুইবার বৃদ্ধি করেছে। ঢাকা মহানগর শ্রমিক ইউনিয়ন, ঢাকা মহানগর শ্রমিক লীগ, ঢাকা বিভাগ শ্রমিক লীগ এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশ শেষে স্টেডিয়ামের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জিপিও ঘুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শেষ হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে পালন করছে; এ উপলক্ষে রোববার সাধারণ ছুটি। এবারের মে দিবসের প্রতিপাদ্য- মে দিবসের মর্মবাণী, শ্রমিক মালিক ঐক্য জানি।
×